আজকাল ওয়েবডেস্ক: ভারতীয় ফুটবলের অনিশ্চয়তা কাটাতে বুধবার স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। আইএসএল, আই লিগের ক্লাবদের নিয়ে বৈঠকে বসবে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক। পরে এফএসডিএল, বাকি বিডারদের সঙ্গেও আলোচনা হবে। আইএসএলের ভাগ্য এবার সুপ্রিম কোর্ট আর কেন্দ্রের হাতে। শীর্ষ আদালত এমনটাই জানিয়েছিল। শুনানি চলাকালীন সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছিলেন, ক্রীড়ামন্ত্রক গোটা বিষয়টির পরিস্থিতির দিকে নজর রাখছে।
আদালতের কাছে দু’সপ্তাহের সময় চেয়ে নেয় কেন্দ্র। তুষার মেহতা জানান, ক্রীড়ামন্ত্রী পরিস্থিতির দিকে নজর রেখেছেন। ফুটবলারদের কথা ভেবে আইএসএল করতেই হবে, এমনটাও জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী। সেই মতোই বুধবার আলোচনা হবে দেশের সর্বোচ্চ লিগের ক্লাবগুলোর সঙ্গে। কথাবার্তা হবে আই লিগের ক্লাবগুলোর সঙ্গেও।
টুর্নামেন্ট কীভাবে হবে, কারা স্পনসর হবেন, অর্থনৈতিক ভাবে দায়িত্ব কারা নেবেন সেটা কেন্দ্রের ওপর ছেড়ে দেওয়া হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা এদিন নিশ্চিত করেন, আইএসএল যাতে হয় তার জন্য কেন্দ্র হস্তক্ষেপ করবে, যাতে ফুটবলারদের ক্ষতির মুখে পড়তে না হয়।
স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ফুটবলারদের স্বার্থই প্রধান, তাঁরা যেন কোনওভাবে ক্ষতির মুখে না পড়েন।
আদালত জানিয়েছে, জরুরি ভিত্তিতে আইএসএল নিয়ে আলোচনায় বসতে হবে। বিচারপতি নাগেশ্বর রাও কিছু পরিকল্পনা দিয়েছিলেন যা ভারতীয় ফুটবলের জন্য সুবিধাজনক।
জানা গিয়েছে, আগামী ৮ ডিসেম্বর এফএসডিএলের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে ফেডারেশনের। ফলে, তার আগেই একটা সমাধানসূত্র বের করতে হবে। বুধবারই কি তাহলে বরফ গলবে? ফুটবলভক্তরা অধীর আগ্রহে তাকিয়ে বুধবারের বৈঠকের দিকে।
