আজকাল ওয়েবডেস্ক: তিনি মিস্টার ৩৬০ ডিগ্রি। উইকেটের চারধারে শট খেলতে দক্ষ ছিলেন। সেই এবি ডিভিলিয়ার্স ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বছর চারেক আগেই। 

কিন্তু ব্যাট নিয়ে নামলে এখনও যে তিনি অবলীলায় ছক্কা হাঁকাতে পারেন, তা দেখা গেল আরও একবার। ২৮ বলে সেঞ্চুরি হাঁকান দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। এই ৪১ বছর বয়সেও ডিভিলিয়ার্স ছড়িয়ে দিলেন এক মুঠো সোনালী রোদ্দুর। 

 

?ref_src=twsrc%5Etfw">March 9, 2025


রবিবার সেঞ্চুরিয়নে টাইটান্স লিজেন্ডসের হয়ে এবিডি ২৮ বলে ১০১ রানের ঝোড়ো ইনিংস খেলেন। টাইটান্স লিজেন্ডসের সঙ্গে বুলস লিজেন্ডসের ম্যাচে ডিভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল ৩৬০। একটি বাউন্ডারিও মারেননি তিনি। ১৫টি ছক্কায় সাজানো ছিল তাঁর ইনিংস। মাত্র ২টি ডট বল খেলেন এবি। 

সেঞ্চুরি করার পরেই অবশ্য ডিভিলিয়ার্স মাঠ ছাড়েন। ২০ ওভারে ৭ উইকেটে ২৭৮ রান করে টাইটান্স। রান তাড়া করতে নেমে বুলসের ১৪ ওভারের পর বৃষ্টি নামে। তারপরে আর খেলা হয়নি। সেই সময়ে বুলস লিজেন্ডসের রান ছিল  ৮ উইকেটে ১২৫।