আজকাল ওয়েবডেস্ক: ভারতের মাটিতে টেস্ট মানেই ঘূর্ণি পিচ। তারওপর যখন ইডেন গার্ডেন। ধরেই নেওয়া যায়, ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টেস্ট স্পিন সহায়ক হবে। যদিও আগের দিন ব়্যাঙ্ক টার্নার প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি সৌরভ গাঙ্গুলি। তবে টেস্টের দু'দিন আগে থেকেই জোর চর্চায় ইডেনের পিচ। সূত্রের খবর, স্পিনিং ট্র্যাক চেয়েছেন গৌতম গম্ভীর। সোমবার প্র্যাকটিস ছিল না। কিন্তু একবার ইডেনে এসে পিচ পর্যবেক্ষণ করে যান টিম ইন্ডিয়ার হেড কোচ। মঙ্গলবার থেকে প্রস্তুতি শুরু করে দেয় ভারতীয় দল। কিন্তু এদিন সবাই অনুশীলনে আসেনি। তবে ছিল টিম ইন্ডিয়ার থিঙ্কট্যাঙ্ক। গম্ভীর এবং ব্যাটিং কোচ সীতাংশু কোটাককে কিছুক্ষণ পিচ পরিদর্শন করতে দেখা যায়। এরপর চলে গোল টেবিল বৈঠক। ছিলেন শুভমন গিল এবং পিচ কিউরেটর সুজন মুখার্জি। পিচে রোলার চালানো হয়।
সৌরভ আগের দিন টার্নার প্রসঙ্গে মন্তব্য না করলেও, এই বিষয়ে কোনও রাখঢাক করেননি সুজন মুখার্জি। ইডেনের পিচ কিউরেটর জানান, উইকেটে টার্ন থাকবে। সুজন মুখার্জি বলেন, 'বোর্ডের পক্ষ থেকে কোনও নির্দেশিকা আসেনি। কিন্তু ভারতের মাটিতে খেলা বলে স্বাভাবিকভাবেই পিচ স্পিন সহায়ক করা হচ্ছে। বোলাররা উইকেট থেকে সাহায্য পাবে।' বছর দুয়েক আগে হলেও, পিচ কিউরেটরের মন্তব্য স্বস্তি দিত ভারতীয় শিবিরে। কিন্তু ঘরের মাঠে নিউজিল্যান্ড সফরের পর ভাবনায় অনেকটা বদল এসেছে। কিউয়িদের বিরুদ্ধে স্পিনিং ট্র্যাকই বুমেরাং হয়ে ফিরেছে। ৩৭ উইকেট নেন মিচেল স্ট্যান্টনার। এই বিষয়টিও মাথায় রাখতে হচ্ছে। যার ফলে পুরোপুরি ব়্যাঙ্ক টার্নার হওয়ার সম্ভাবনা কম।
উইকেট নিয়ে অবশ্য ভাবছে না প্রোটিয়া শিবির। সোমবার ঐচ্ছিক অনুশীলন ছিল বাভুমাদের। কিন্তু শেষপর্যন্ত সেটা বাতিল হয়। তবে আঁটঘাট বেঁধেই ভারতে এসেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নরা। স্পিনিং ট্র্যাক নিয়ে একেবারেই ভাবিত নন শুকরি কনরাড। বরং হুঁশিয়ারি দিয়ে রাখলেন দক্ষিণ আফ্রিকার হেড কোচ। স্পিন ত্রয়ী দিয়ে আক্রমণ সাজাবেন গম্ভীর। তাঁদের উদ্দেশে বার্তা প্রোটিয়াদের কোচের। জানান, তাঁদেরও তিনজন স্পিনার আছে। কেশব মহারাজ, সিমন হারমার এবং সেনুরান মুথুস্বামীকে রেখেই হয়তো প্রথম একাদশ গড়া হবে। তেমনই ইঙ্গিত পাওয়া যায় অনুশীলনে। নেটে গা ঘামাতে দেখা যায় তিন প্রোটিয়া স্পিনারকে। কাঁটা দিয়েই কাঁটা তুলতে চায় দক্ষিণ আফ্রিকা। ঘরের মাঠে লাল বলের ক্রিকেটে তেমন সাফল্য নেই গম্ভীরের। বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ সিরিজ জয় ছাড়া কোনও সাফল্য নেই। নিউজিল্যান্ডের কাছে ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হন। একমাত্র ইংল্যান্ডে সাফল্য পেয়েছে টিম ইন্ডিয়ার তরুণব্রিগেড। ব্রিটিশদের সঙ্গে সিরিজ ড্র না হলে ভারতের হেড কোচকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করত। আপাতত কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছেন গম্ভীর। তবে ঘরের মাঠে টেস্ট সিরিজের শুরুটা জয় দিয়ে করতে চান।
