আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে কি পুরোদস্তুর সুস্থ হয়ে উঠবেন দক্ষিণ আফ্রিকার লাল বলের অধিনায়ক তেম্বা বাভুমা?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। বাভুমার কনুইয়ে চোট তাঁকে ছিটকে দিয়েছে দক্ষিণ আফ্রিকার চার দিনের ঘরোয়া টুর্নামেন্টের ফাইনাল থেকে।
ফাইনালের আগে লায়ন্সের স্কোয়াডের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল বাভুমার। কিন্তু চোটের জন্য বাভুমা যোগ দেননি দলের সঙ্গে। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, বাভুমার বাঁ হাতের কনুইয়ে চোট রয়েছে।
এর আগে ২০২২ সালে বাভুমা বাঁ হাতের কনুইয়ে চোট পেয়েছিলেন। সেই চোটের জন্য ইংল্যান্ড সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন বাভুমা।
এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে সেই কনুইয়ে চোট সমস্যায় ফেলে দিল বাভুমাকে। প্রশ্ন উঠে গেল, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে কি তিনি আদৌ নামতে পারবেন?যদিও হাতে এখনও ঢের সময় রয়েছে। ফাইনালের আগে পুরোদস্তুর সুস্থ হয়ে ওঠার চেষ্টা করবেন বাভুমা, এ কথা বলাই বাহুল্য।
১১ জুন লর্ডসে ফাইনালের বল গড়াবে। যদিও বাভুমার বিষয়ে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের তরফে এখনও কিছু জানানো হয়নি।
