আজকাল ওয়েবডেস্ক: দুই ম্যাচের সিরিজে প্রত্যাবর্তনের লক্ষ্য নিয়ে গুয়াহাটিতে নামবে টিম ইন্ডিয়া। ইডেনে প্রথম টেস্টে ৩০ রানে হারে ভারত। আড়াই দিনে শেষ হয়ে যায় টেস্ট। তুমুল বিতর্ক হয় ইডেনের পিচ নিয়ে। দ্বিতীয় টেস্টের আগে আরও বিপত্তি। গুয়াহাটি টেস্ট থেকে ছিটকে যান শুভমন গিল। ইডেনে প্রথম ইনিংসে ব্যাট করাকালীন ঘাড়ে ছোট পান ভারত অধিনায়ক। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে পারেননি। সমতা ফেরানোর টেস্টের আগে তাঁর অনুপস্থিতি দলের কাছে বড় সেটব্যাক। দ্বিতীয় টেস্টের আগে সমস্ত নজর গুয়াহাটির পিচের দিকে। উইকেট লাল মাটির। এইধরনের পিচে ঘাস চাঁটা হবে কিনা সেই নিয়ে প্রশ্ন তোলেন দক্ষিণ আফ্রিকার বোলিং কোচ পিয়েট বোথা। 

বোথা বলেন, 'আমি একনজরে পিচ দেখেছি। পিচে বেশি ঘাস থাকবে কিনা বোঝা যাচ্ছে না। সেটা পার্থক্য গড়ে দেবে। দেখতে হবে পিচ কী চরিত্র নেবে। আগের টেস্টে যা হয়েছে আগাম কিছুই বোঝা যাচ্ছে না।' গুয়াহাটির টেস্টের সময় পরিবর্তন হচ্ছে। তবে তাতে খেলার ওপর কোনও প্রভাব পড়বে না। প্রোটিয়াদের বোলিং কোচ মনে করেন, উইকেট ব্যাটিংয়ের জন্য ভাল হবে। তবে পরের দিকে উইকেট ঘুরবে। ম্যাচ সাড়ে ন'টার জায়গায় আধ ঘণ্টা আগে শুরু হবে। যার ফলে নতুন বল গুরত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। বোথা বলেন, 'ম্যাচ সকাল নটায় শুরু হবে। তাই সকালে একটু ঠান্ডা থাকবে। রাতে গরম থাকে। তবে সকালে কিছুটা আর্দ্রতা থাকবে। নতুন বলে প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ হবে। তবে সেটা কতক্ষণ আমরা জানি না।' উইকেট যদি ব্যাট করার জন্য ভাল হয়, তাহলে প্রথমে ব্যাট করতে চাইবে দক্ষিণ আফ্রিকা। তবে কলকাতার মতো উইকেট হলে কোনও পার্থক্য থাকবে না। 

প্রসঙ্গত, গুয়াহাটির পিচে টার্ন এবং বাউন্স দুটোই থাকবে। লাল মাটির পিচ হবে। যার ফলে সুবিধা হবে পেসারদের। উইকেটে বাউন্স থাকবে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগেই শোনা গিয়েছিল, প্রোটিয়াদের বিরুদ্ধে ব়্যাঙ্ক টার্নার চাইছে টিম ম্যানেজমেন্ট। গুয়াহাটি বিসিসিআইয়ের হেড কিউরেটর আশিস ভৌমিকের ঘরের মাঠ। প্রথমবার এই মাঠে টেস্ট খেলা হবে। বোর্ড চাইছে না অভিষেক টেস্টে ব়্যাঙ্ক টার্নার করে দুর্নাম কোড়াতে। ইডেনের পিচ নিয়ে বিতর্কের পর গুয়াহাটির উইকেট নিয়ে খুব বেশি পরীক্ষা নিরীক্ষার পথে হাঁটা হবে না।