আজকাল ওয়েবডেস্ক: দুই ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। শুভমন গিলের অনুপস্থিতির পাশাপাশি জঘন্য পিচের খেসারত দিতে হয়েছে। এবার পিচ নিয়ে বড় মন্তব্য সৌরভ গাঙ্গুলির। সিএবির সভাপতি দাবি করেন, ম্যাচ শুরুর চারদিন আগে পিচের দায়িত্ব নিয়ে নেয় বোর্ডের পিচ কিউরেটররা। পাশাপাশি দাবি করেন, উইকেট নিয়ে তিনি মাথা ঘামাননি। সৌরভ বলেন, 'না, আমি একেবারেই এরমধ্যে ছিলাম না। টেস্ট ম্যাচের চারদিন আগে বিসিসিআইয়ের পিচ কিউরেটররা এসে দায়িত্ব নিয়ে নিয়েছে। আমাদের নিজেদের কিউরেটর আছে। তিনি দীর্ঘদিন ধরে আছে।'
প্রাক্তন বোর্ডে সভাপতি মেনে নেন এইধরনের পিচে ব্যাট করা সহজ নয়। সৌরভ বলেন, 'পিচ সেরা ছিল না। সেটা মেনে নিতেই হবে। টপ অর্ডার এবং মিডল অর্ডারের আরও ভাল পিচ প্রাপ্য ছিল। সেই দিনগুলোতে ইডেন গার্ডেনের গ্যালারি ভরা ছিল। আমি বিশ্বাস করি, গৌতম গম্ভীর এবং টিম ইন্ডিয়ার আরও ভাল উইকেট প্রাপ্য। কখনও পরিস্থিতি আমাদের হাতের বাইরে চলে যায়। আমরা দলের কোচ এবং অধিনায়কের অনুরোধ রাখার চেষ্টা করি। ম্যাচের পর গম্ভীর নিজেই বলেছে, ওরা এইধরনের পিচ চেয়েছিল, এবং সেটা পেয়েছে। আমাদের কোচ এবং অধিনায়কের অনুরোধ রাখতেই হয়।'
ঘরের মাঠে গম্ভীরের কোচিংয়ে পরিসংখ্যান ভাল না টিম ইন্ডিয়ার। তাঁকে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এখনই গম্ভীরকে সরিয়ে দেওয়া উচিত, তেমন মনে করেন না প্রাক্তন বোর্ড সভাপতি। সৌরভ বলেন, 'এই মুহূর্তে গৌতম গম্ভরকে সরিয়ে দেওয়ার কোনও প্রশ্নই নেই। গৌতম কোচ হিসেবে এবং শুভমন অধিনায়ক হিসেবে ইংল্যান্ডে ভাল করেছে। আমার বিশ্বাস ভারতেও ওরা সফল হবে।' সাদা বলের ক্রিকেটে সাফল্য এলেও, লাল বলের ক্রিকেটে ডাহা ব্যর্থ গম্ভীর। ঘরের মাঠে একমাত্র সাফল্য বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।
