আজকাল ওয়েবডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একের পর এক সমস্যা ভারত ও পাকিস্তানের। পাকিস্তানে খেলতে যাবে না ভারত। এ নিয়ে সমস্যার সূত্রপাত। আয়োজক দেশের নাম জার্সিতে ছাপানো নিয়ে শুরু আরও এক বিতর্ক। এখানেই শেষ নয়। উদ্বোধনী অনুষ্ঠানে ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও পাক মুলুকে যেতে দেবে না ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
ভারতের এমন আচরণ দেখার পরে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি বলছেন, ভারতের দাদাগিরি দেখে চুপ করে থাকাই শ্রেয়। এর প্রতিশোধ নিতে হবে ২০২৬ সালের বিশ্বকাপে।
হাইব্রিড মডেল অনুযায়ী হবে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু ভারতের ক্রমাগত চাপের প্রেক্ষিতে বাসিত আলি নিজের ইউটিউব চ্যানেলে বলেছেন, ''পাকিস্তানের নাম জার্সিতে লিখতে চায় না ভারত। রোহিত শর্মাও পাকিস্তানে যাবে না। কিন্তু তাতে তো হতাশ হওয়ার কিছু নেই? চুপ করে থাকাই সেরা উত্তর। ভারত যদি জার্সিতে নাম লিখতে না চায়, তাহলে লিখবে না। উদ্বোধনী অনুষ্ঠানে যদি রোহিত শর্মা না আসে, তাহলে আসবে না। পাকিস্তান ক্রিকেট বোর্ড প্রতিবাদ জানিয়ে কেবল একটা মেল পাঠাতে পারে।''
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ভারত ও শ্রীলঙ্কার মাটিতে। সেই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না পাকিস্তান, এই শর্তেই হাইব্রিড মডেল অনুসরণ করা হচ্ছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে।
বাসিত আলি বলছেন, ''এতে পাক ক্রিকেটের কোনও ক্ষতি হবে না। এতে ক্ষতি হবে বিশ্ব ক্রিকেটেরই। ক্ষতি হবে জয় শাহর। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ভারতে। সেই সময়ে পাকিস্তানও তাদের জার্সিতে ভারতের নাম না লিখতেই পারে। উদ্বোধনী অনুষ্ঠানে যেতে নাও পারে পাক অধিনায়ক। ভারত যা করেছে, পাকিস্তানেরও তাই করা উচিত।''
