আজকাল ওয়েবডেস্ক:‌ রেকর্ডের পর রেকর্ড। দুর্বল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু’‌টেস্টের সিরিজেও রেকর্ডের ছড়াছড়ি। ভারতীয় ক্রিকেটাররা ব্যক্তিগত নজির গড়েছেন মোট ১০টি। তার মধ্যে অধিনায়ক শুভমান গিল একাই সাতটি। ভারত দলগত ভাবেও এক জোড়া নজির গড়েছে। সব মিলিয়ে এক ডজন! 

 

আরও পড়ুন:‌ বিমানেই অজি সিরিজের পরিকল্পনা সারবেন, টেস্ট সিরিজ জিতেই জানালেন গিল


১:‌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের সর্বোচ্চ রান শুভমান গিলের (‌২৮৩৯)‌।
২:‌ অধিনায়ক হিসেবে ১৭টি ইনিংসে ১০০০ রানের মাইলফলকে শুভমান গিল।
৩:‌ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ১০টি শতরান শুভমানের। যা ভারতীয় রেকর্ড।
৪:‌ এক ক্যালেন্ডার বছরে অধিনায়ক হিসেবে পাঁচ শতরান করেছেন গিল। করেছেন ভারতীয় রেকর্ড স্পর্শ।
৫:‌ অধিনায়ক হিসেবে দিল্লি টেস্টে পঞ্চম টেস্ট শতরান করেছেন গিল। ছুঁয়ে ফেলেছেন সৌরভ, ধোনি ও পতৌদিকে।
৬:‌ ঘরের মাঠে অধিনায়ক হিসেবে প্রথম টেস্টে অর্ধশতরান শুভমান গিলের। ছুঁয়েছেন সুনীল গাভাসকারকে।
৭:‌ টেস্টে মোট ৮০ ছয় হয়ে গেল রবীন্দ্র জাদেজার। টপকে গেলেন ধোনিকে (‌৭৮)‌।
৮:‌ ওপেনার হিসেবে ১০ নম্বর শতরান হয়ে গেল লোকেশ রাহুলের। টপকে গেলেন রোহিত ও গম্ভীরকে (‌৯)‌।
৯:‌ টেস্টে যশস্বীর পাঁচ ইনিংসে ১৫০ বা তার বেশি রান। এই শতাব্দীতে ২৩ বছর বয়সি হিসেবে প্রথম।
১০:‌ পঞ্চম বার ইনিংসে পাঁচ উইকেট পেয়েছেন কুলদীপ যাদব। ১৫টি টেস্টে যা একটি রেকর্ড।
১১:‌ প্রথম টেস্টে ইনিংস এবং ১৪০ রানে জয়। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ভারতের তৃতীয় বৃহত্তম।
১২:‌ দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ভারতের প্রথম পাঁচ জুটিতেই ৫০ বা তার বেশি রান। ৬৪ বছর ১০ মাস পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম।