আজকাল ওয়েবডেস্ক: মেলবোর্ন টেস্ট থেকে বাদ পড়েছিলেন। যা নিয়ে প্রচণ্ড সমালোচনার মুখে পড়তে হয় রোহিত শর্মাকে। সিডনি টেস্টে ফিরছেন শুভমন গিল। তাঁর খেলা একপ্রকার নিশ্চিত। ভারতীয় দলের অনুশীলনে তেমনই ইঙ্গিত পাওয়া যায়। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ তথা পঞ্চম টেস্টের আগে নেটে গিলের ব্যাটিং অনুশীলন চাক্ষুষ করতে দেখা যায় তাঁর পরিবারকে। শুভমনের বাবা লখবিন্দর সিং এবং মা কিয়ার্ট গিলকে প্র্যাকটিসের জায়গার কাছাকাছি বসে থাকতে দেখা যায়। মন দিয়ে ছেলের ব্যাটিং ড্রিল দেখেন তাঁরা। নেট সেশনের মাঝেই গিলের বাবা, মায়ের সঙ্গে দেখা করেন ঋষভ পন্থ। অনুশীলনে গৌতম গম্ভীরের সঙ্গে কথা বলতে দেখা যায় শুভমনকে। তারপর তরুণ ক্রিকেটারের পিঠ চাপড়ে দিতে দেখা যায় টিম ইন্ডিয়ার হেড কোচকে। তার পরপরই গিলের সঙ্গে কথা বলেন বুমরা। মাঠের ঘটনা প্রবাহ দেখে মনে হয়, হয়তো সিডনি টেস্টে দলে ফেরার সুখবর পেয়ে গিয়েছেন ২৫ বছরের ক্রিকেটার।
চতুর্থ টেস্টে তাঁকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলানো হয়। যা নিয়ে কম সমালোচনা হয়নি। সিডনিতে গিলকে ফেরানোর দাবি তোলেন প্রাক্তনরা। তাই শেষ টেস্টে তাঁর দলে ফেরায় সম্ভাবনা প্রবল। বিরাট কোহলি, কেএল রাহুলের পাশাপাশি নেটে দীর্ঘক্ষণ ব্যাট করেন গিল। যদিও তাঁর দলে ফেরা নিয়ে প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে কোনও মন্তব্য করেননি গম্ভীর। তবে শুভমনের দলে ফেরা প্রায় নিশ্চিত। চোটের জন্য সিডনি টেস্টে পাওয়া যাবে না আকাশ দীপকে। বাংলার পেসার ছাড়া দলে কোনও চোট সমস্যা নেই। গম্ভীর জানান, পিচ দেখার পর ম্যাচের দিনই প্রথম একাদশ ঠিক করা হবে।
