আজকাল ওয়েবডেস্ক: ওভাল টেস্ট ছয় রানে জিতে নিয়েছে ভারত। সিরিজ ২–২ ড্র হয়েছে। শেষ দিন ভারতের দরকার ছিল ৪ উইকেট। ইংল্যান্ডের ৩৫ রান। কিন্তু ভারত বাজিমাত করে দিয়েছে। দলকে জেতাতে ভাঙা হাত নিয়ে ব্যাট হাতে নেমে পড়েছিলেন ক্রিস ওকসও। কিন্তু এই লড়াইও কাজে আসেনি। মহম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা জয় এনে দিয়েছেন ভারতকে।
ওভাল টেস্টের পঞ্চম দিনের একটি ঘটনা প্রকাশ্যে এনেছেন শুভমন গিল। তখন ইংল্যান্ডের নয় উইকেট পড়ে গিয়েছে। ব্যাট করছিলেন অ্যাটকিনসন ও ওকস। কিন্তু ওকস ব্যাট করার মতো পরিস্থিতিতে না থাকায় অ্যাটকিনসন তাঁকে স্ট্রাইক দিচ্ছিলেন না। ঠিক শেষ বলে একটা রান নিয়ে নিচ্ছিলেন। যাতে পুরো ওভার খেলতে পারেন। তখন অধিনায়ক গিল পরিকল্পনা করেন সিরাজের সঙ্গে। কীভাবে আউট করা যায় অ্যাটকিনসনকে তা নিয়ে। কিন্তু সেই পরিকল্পনা কাজে আসছিল না। ম্যাচ শেষে শুভমন জানান কেন সেই পরিকল্পনা কাজে আসেনি।
যেমন খেলার ৮৪ তম ওভারের ঘটনা। গিল সিরাজকে জানিয়েছিলেন ওয়াইড ইয়র্কার করতে। যাতে মারতে গিয়ে ফস্কালে রান আউটের সম্ভাবনা থাকে। অ্যাটকিনসন বলটা মিস করেছিলেন। তার পরেও সিঙ্গলস নিয়ে নেন। কারণ উইকেটরক্ষক ধ্রুব জুরেল উইকেট ভাঙতে পারেননি।
গিল জানিয়েছেন, জুরেলকে বলা হয়েছিল গ্লাভস খুলে কিপিং করতে। কিন্তু সেই কথা জুরেল অবধি পৌঁছয়নি। গিলের কথায়, ‘সিরাজ জানিয়েছিল জুরেলকে বলতে গ্লাভস খুলে কিপিং করতে। যাতে রান আউট করতে সুবিধা হয়। কিন্তু যতক্ষণে আমি জুরেলকে এটা বলছি, ততক্ষণে অ্যাটকিনসন রান নিতে শুরু করে দিয়েছে। পরে আমি সিরাজকে বলেছিলাম, তুই এই কথা জুরেলকে বললি না কেন? কারণ সিরাজ জিজ্ঞাসা করেছিল তুমি এটা বলোনি জুরেলকে।’
যদিও ঠিক তার পরের ওভারের প্রথম বলেই সিরাজ বোল্ড করে দেন অ্যাটকিনসনকে।
আরও পড়ুন: আবার ক্রিকেট প্রশাসনে ফিরছেন সৌরভ, সিএবির পুরস্কার বিতরণীতে আমন্ত্রিত একঝাঁক তারকা...
এদিকে, ওভালে জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় এক ধাপ উঠে এসেছে ভারত। সরিয়ে দিয়েছে ইংল্যান্ডকে।
শুভমন গিলের দল এখন রয়েছে তিন নম্বরে। ওভালে জিতে ১২ পয়েন্ট পেয়েছে ভারত। এই টেস্টের আগে তিনে ছিল ইংল্যান্ড। তারা নেমে গিয়েছে চারে।
ভারত এবং ইংল্যান্ড, দুটো দলের কাছেই এটা পরবর্তী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম সিরিজ ছিল। দুই দলই দুটো করে ম্যাচ জিতেছে। একটি ড্র হয়েছে। তবে লর্ডসে মন্থর ওভার রেটের কারণে আইসিসি ইংল্যান্ডের দু’পয়েন্ট কেটে নিয়েছে। তাই ভারতের নীচে চলে গিয়েছে তারা।
আপাতত পাঁচ টেস্টে ভারতের ২৮ পয়েন্ট। শতাংশের বিচারে পয়েন্ট ৪৬.৬৭। ইংল্যান্ডের ২৬ পয়েন্ট এবং পয়েন্ট শতাংশ ৪৩.৩৩। ওয়েস্ট ইন্ডিজকে তিনটে টেস্টেই হারানোর কারণে শীর্ষে অস্ট্রেলিয়া। তাদের ৩৬ পয়েন্ট। পয়েন্ট শতাংশ ১০০। দ্বিতীয় শ্রীলঙ্কা। তাদের পয়েন্ট শতাংশ ৬৬.৬৭।
পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে বাংলাদেশ (পয়েন্ট শতাংশ ১৬.৬৭) এবং ওয়েস্ট ইন্ডিজ (০)। নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা নতুন চক্রে এখনও কোনও টেস্ট খেলেনি। আর ভারত ফের টেস্ট খেলবে সেই অক্টোবরে।
