আজকাল ওয়েবডেস্ক: লর্ডস টেস্ট হেরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে পিছিয়ে পড়েছে ভারত। সমালোচিত হচ্ছেন ভারত অধিনায়ক শুভমান গিল। ২৩ জুলাই চতুর্থ টেস্ট ওল্ড ট্র্যাফোর্ডেসিরিজে ঘুরে দাঁড়াতে হবে ভারতকে। হার মানলেই সিরিজ শেষ। এরকম পরিস্থিতিতে শুভমান গিলের তরুণ ব্রিগেডের পাশে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন অফস্পিনার হরভজন সিং।

তিনি সময় দিতে চান ভারতীয় দলকে। সময় দিতে চান গিলকেভাজ্জি বলছেন, শুভমান গিল কখনওই সৌরভ গাঙ্গুলি বা মহেন্দ্র সিং ধোনি বা বিরাট কোহলি হবেন না। ওঁরা অন্যধরনেরশুভমান গিল বলতেই পারেন আমি আমার মতো। তাঁকে সময় দিতে হবে, তাঁর দলকে সময় দিলে বিশ্ব জিতে নিতে পারবে।

ভারতের প্রাক্তন তারকা বলছেন, ''প্রত্যেকের পদ্ধতি আলাদা। তাঁদের স্বভাব আলাদা, তাঁদের ব্যক্তিত্বও আলাদা। শুভমান গিল কখনওই গাঙ্গুলি, বিরাট বা ধোনি হতে পারবে না। প্রত্যেকে আলাদা। গিলকে নিজের সেরা সংস্করণ হতে হবে। সেই ক্ষমতা রয়েছে গিলের। আমি জোর গলায় বলছি, শুভমান কেবল ভারতকে ভালভাবে নেতৃত্বই দেবে না, ভারতীয় ক্রিকেটকে শীর্ষে পৌঁছে দেবে।'' 

আরও পড়ুন:  'পাস বাড়াবে মিগুয়েল, ভাল স্ট্রাইকার থাকলে গোলের পর গোল হবে', ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানকে নিয়ে আশার বাণী শোনালেন ওপারের 'বাঘ'

এখনও পর্যন্ত তিনটি টেস্টে শুভমান গিলই সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম দুটো টেস্টেই রানের পাহাড়ে চড়েন গিল। তৃতীয় টেস্টে ভারত অধিনায়ক ব্যর্থ। প্রথম ইনিংসে ১৬-র পর দ্বিতীয় ইনিংসে ৬ রান করেন। 

Shubman Gill gears up for the fourth Test against England, Beckenham, July 17, 2025

ওল্ড ট্র্যাফোর্ডে ভারত নামছে সিরিজে পিছিয়ে থেকে। ভাজ্জি বলছেন, ''রেজাল্ট দিয়ে বোঝা যায় না দল কতটা ভাল। এই সফরের আগেও আমি বলেছি, এই দলটি অপেক্ষাকৃত তরুণ। খুব তাড়াতাড়ি এই দলটাকে বিচার করতে যাবেন না। এই দলটাই বিশ্বসেরা হতে পারে। বার্মিংহ্যামে অবিশ্বাস্য টেস্ট ম্যাচ জিতেছিললর্ডসেও জিততে পারত। জয়ের কাছাকাছি পৌঁছেও গিয়েছিল। এই সিরিজ থেকে অনেক কিছু শিখবে এই দলটা। ভবিষ্যতে কাজে লাগবে। খুব দ্রুত কিন্তু বিচার করা ঠিক হবে না''

ইংল্যান্ডে টেস্ট শুরু হওয়ার পর থেকে শুভমান গিল দারুণ ছন্দে রয়েছেনকেরিয়ারের সেরা ২৬৯ রান করেন। সেই ভারত অধিনায়ক সম্পর্কে হরভজন বলছেন, ''শুভমান গিল বড় মাপের ক্রিকেটার। আগামী বেশ কয়েক বছরে ভারতীয় দলের স্তম্ভ হয়ে থাকবে। ইংল্যান্ডে গিয়ে কতজন ভারতীয় ব্যাটসম্যান নিজেদের কতৃত্ব প্রতিষ্ঠা করতে পেরেছে? গিলের দক্ষতা রয়েছে। ওর যোগ্যতা নিয়ে আমি কখনওই সন্দিহান ছিলাম না। ওর বাবা ছেলের জন্য প্রচুর খেটেছে। তিনি শুভমানকে কমপক্ষে হাজার বার অনুশীলন পুনরাবৃত্ত করতে বাধ্য করেছেন। যখন ও খেলে তখনই তার প্রতিফলন ঘটে''

ভাল অধিনায়ক হতে গেলে কী করতে হবে, সেই প্রসঙ্গে গিলকে টিপস দিয়েছেন ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া কোচ গ্যারি কার্স্টেন। তিনি বলেছেন, ভাল অধিনায়ক হতে গেলে ধোনির মতো ম্যান ম্যানেজমেন্ট শিখতে হবে। ভারতীয় দলের প্রাক্তন কোচের মতে, প্রথম দর্শনে বেশ ভাল লেগেছে গিলের অধিনায়কত্ব

Shubman Gill has a word with his team ahead of the final day's play, England vs India, 3rd Test, Lord's, fifth day, July 14, 2025

হেডিংলিতে প্রথম টেস্টে তাঁর শরীরীভাষা যথেষ্ট আগ্রাসী ছিল না বলেই মত ক্রিকেট অনুরাগীদের। আবার লর্ডসে তৃতীয় টেস্টে গিলের আগ্রাসনকে ‘বিরাট কোহলির মতো অভিনয়’ বলে কটাক্ষ করেছেন অনেকে। দুই টেস্টেই ভারত হারার পরে নেতা শুভমনের সমালোচনাও বেড়েছে পাল্লা দিয়ে

দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটারের কথায়, ‘'আমার মনে হয় ওর মধ্যে ভাল অধিনায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে নেতৃত্ব দিতে গেলে অনেক কিছুই মাথায় রাখতে হয়। গিল নিজে ভাল ক্রিকেটার, খেলাটা নিয়ে ভাবনাচিন্তা করে। তবে ভাল অধিনায়ক হতে গেলে এক সঙ্গে অনেক কিছু একেবারে নিখুঁত হতে হয়।’‌'

Things got heated at the end of the third day, England vs India, 3rd Test, Lord's, London, 3rd day, July 12, 2025

ম্যান ম্যানেজমেন্ট প্রসঙ্গে কার্স্টেন বলছেন, ''‌আমার মনে হয় দলের খেলোয়াড়দের ম্যানেজ করাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে ধোনি অসাধারণ ছিল। শুভমন যদি ম্যান ম্যানেজমেন্টটা দারুণভাবে করতে পারে, তাহলে আমি মনে করি ভারতীয় দলের অনবদ্য ক্যাপ্টেন হতে পারে ও।’‌'

এখনও অনেক দূর যেতে হবে শুভমানকে। শুরুতেই কিন্তু তিনি ভারত অধিনায়ক প্রমাণ করেছেন তিনি লম্বা রেসের ঘোড়া। 

আরও পড়ুন: ফের জোড়া গোল মেসির, এবার রোনাল্ডোকেও ছাপিয়ে গেলেন যুবরাজ