আজকাল ওয়েবডেস্ক: মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে রেকর্ড গড়েছিলেন লিও মেসিষষ্ঠ ম্যাচে তিনিও গোল করেননি ইন্টার মায়ামিও জেতেনি। রবিবার ফের ঝলসে উঠল মেসির পা। জোড়া গোল করলেন তিনি। অর্থাৎ প্রমাণিত হল মেসি গোল করলেই জেতে ইন্টার মায়ামি

মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসকে ইন্টার মায়ামি ৫-১ গোলে বিধ্বস্ত করেছেমেসি জোড়া গোল তো করেইছেন, সতীর্থকে দিয়ে একটি গোলে অ্যাসিস্টও করেছেন এলএম ১০। এই ম্যাচেই মেসি ছাপিয়ে গিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। রেকর্ড গড়া হয় ভাঙার জন্য। আরও একবার তা প্রমাণিত হল।

রেড বুল অ্যারেনার ম্যাচটিতে অবশ্য শুরুতেই ধাক্কা খেয়েছিল ইন্টার মায়ামি। ১৪ মিনিটে আলেকজান্ডার হেকের গোলে পিছিয়ে পড়ে মায়ামি১০ মিনিটের বেশি সেই গোল ধরে রাখতে পারেনি রেড বুলসতার পরই শুরু হয় ইন্টার মায়ামির দাপুটে ফুটবল। শুরু হয় মেসির ফুল ফোটানোর কাজ।

আরও পড়ুন: রায়নার বিশ্ব একাদশে জায়গা হল না দুই তারকা ভারতীয়র, দল নির্বাচন নিয়ে প্রশ্নের পর প্রশ্ন

মেসির অ্যাসিস্ট থেকে জর্ডি আলবা সমতায় ফেরান মায়ামিকেমেসির সামনে তখন ছিলেন রেড বুলসের তিন ফুটবলার। কিন্তু মেসি কী করে গেলেন, কেউ ধরতেই পারলেন না।

এই গোলের ফলে মাইলফলক ছুঁলেন মেসি। এ নিয়ে ২০০৭ থেকে টানা ১৯ ক্যালেন্ডার ইয়ারে ৩০ বা তার বেশি গোলে সরাসরি অবদান রাখলেন মেসিবার্সেলোনার হয়ে শুরু করা এই পরম্পরা মেসি ধরে রেখেছেন পিএসজি ও ইন্টার মায়ামিতেও

মেসির মাইলফলক ছোঁয়া অ্যাসিস্টের পর প্রথমার্ধে আরও দুই গোল করে মায়ামি। ২৭ মিনিটঅ্যাডেড টাইমে গোদু'টি করেন তেলাসকো সেগোভিয়া

?ref_src=twsrc%5Etfw">July 20, 2025

বিরতির পর দেখা যায় মেসি ম্যাজিক৬০ মিনিটে বুস্কেটসের পাস ধরে গোলরক্ষককে বোকা বানিয়ে গোল করেন মেসি। এরপর ম্যাচের ৭৫ মিনিটে ফের মেসি ম্যাজিক। নিজের দ্বিতীয়মায়ামির হয়ে পঞ্চম গোলটি করেন মেসি। এই গোলের ফলেই নিশ্চিত হয়ে যায় ইন্টার মায়ামির ৫-১ গোলে জয়

ম্যাচে জোড়া গোল করে মেসি ছাপিয়ে গিয়েছেন রোনাল্ডোকেপর্তুগিজ তারকার ৯৩৮ গোলের মধ্যে ৭৬৩টি ছিল নন-পেনাল্টিএদিনের জোড়া গোলে রোনাল্ডোকে টপকে মেসির নন-পেনাল্টি গোল ৭৬৪টি। কেরিয়ারে তাঁর নামের পাশে ৮৭৪টি গোলমেসি অশ্য রোনাল্ডোর থেকে ১৬৭টি ম্যাচ কম খেলেছেন।

?ref_src=twsrc%5Etfw">July 20, 2025

ই বিশাল জয়ের ফলে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার ৫ নম্বরে ইন্টার মায়ামি২১ ম্যাচে মেসিদের পয়েন্ট এখন ৪১। মেসিদের উপরে থাকা চারটি দলই ইন্টার মায়ামির থেকে তিনটি করে ম্যাচ বেশি খেলেছে।

কেরিয়ারের শেষ প্রহরে এসেও মেসি কিন্তু ফুল ফোটাচ্ছেন। এখন তাঁর ফুটবল উপভোগ করার সময়। ভক্ত-সমর্থকদের আনন্দ দেওয়ার সময়। সেই কাজটা করে চলেছেন মেসি। ক্লাব বিশ্বকাপে পিএসজি-র কাছে পর্যুদস্ত হয়েছে ইন্টার মায়ামি। কিন্তু সেই ম্যাচেও মেসি যখনই বল ধরেছেন, তখনই ত্রাহি ত্রাহি রব উঠেছে ফ্রান্সের গোলমুখে। সুয়ারেজকে গোলের গন্ধ মাখা পাস বাড়ান। কিন্তু তিনি গোল করতে পারেননি। ইব্রাহিমোভিচ বলেন, মেসির দোষ নেই। মেসি তো খেলছিল কতগুলো স্ট্যাচুর সঙ্গে। 

যতদিন তিনি খেলবেন, ততদিন দিনের শেষে তৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে মাঠ ছাড়বেন দর্শকরা। যুবরাজ মেসির কাছে এটাই চাওয়া সমর্থকদের।