আজকাল ওয়েবডেস্ক: ভারতের তারকা ব্যাটার শ্রেয়স আইয়ারকে একহাত নিলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি।

জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে খেলছেন রোহিত শর্মা, শ্রেয়স আইয়াররা। কিন্তু কেউই রান পাননি। যশস্বী জয়সওয়াল মাত্র ৪ রান করেন। রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ৩ রান। শ্রেয়স আইয়ার করেন ১১ রান। তারকা ব্যাটাররা ব্যর্থ হওয়ায় চটেছেন বাসিত।

বিশেষ করে শ্রেয়স আইয়ারকে নিয়ে অসন্তুষ্ট প্রাক্তন পাক তারকা।  তিনি বলছেন, ''শ্রেয়স আইয়ার ৭ বলে ১১ রান করে। এটা চার দিনের ম্যাচ। তোমার আগে তিনজন ব্যাটার আউট হল। তুমিও একই ভাবে উইকেট দিয়ে এলে। সাদা বলের ফরম্যাটে সাদা বলের মতোই খেলো। যদি লাল বলের ফরম্যাটে খেলা হয়, তাহলে তার মতোই খেলবে। এটাই আমার সহজ সরল পরামর্শ। দ্বিতীয় ইনিংসে কী করে সেটাই দেখার।''

বোর্ডের চাপে পড়ে ঘরোয়া ক্রিকেট খেলতে নামছেন তারকা ক্রিকেটাররা। কিন্তু ব্যাট হাতে রান পাচ্ছেন না কেউই। বাসিত বলছেন, ''রোহিত শর্মা, জয়সওয়াল,  গিল, আইয়ার সব দ্রুত ফিরে গেল। এটা চার দিনের ম্যাচ। অনেকে খেলছে। ফলে রোহিতের সেঞ্চুরি করা উচিত ছিল, শ্রেয়স আইয়ারও সেঞ্চুরি করতে পারত।'' কিন্তু তারকা ক্রিকেটাররা যেভাবে নিজেদের উইকেট ছুড়ে দিয়ে আসেন তা দেখে বিস্মিত বাসিত।  

অনামী উমর নাজির মিরের বলে কেঁপে গেলেন মুম্বইয়ের তারকারা। গতি ও বাউন্স দিয়েই মুম্বই ব্যাটারদের ঘায়েল করেন মির। ভারতীয় ক্রিকেটে অনামী হলেও জম্মু–কাশ্মীরের ঘরোয়া ক্রিকেটে পরিচিত নাম মির। ২০১৩ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর অভিষেক। এখনও পর্যন্ত ৫৭ ম্যাচে নিয়েছেন ১৩৮ উইকেট। লিস্ট এ ক্রিকেটে নিয়েছেন ৫৪ উইকেট। টি-টোয়েন্টিতে নিয়েছেন ৩২ উইকেট।