আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপের দলে জায়গা হয়নি তাঁর। সামনেই অস্ট্রেলিয়া এ- দলের বিরুদ্ধে ভারতীয় দলের নেতৃত্বের ভার আসতে পারে তাঁর কাঁধে। এই পরিস্থিতিতে ভারতের ডানহাতি ব্যাটার শ্রেয়স আইয়ার তাঁর ক্রিকেট জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তের কথা জানালেন সম্প্রতি। এশিয়া কাপের দলে সুযোগ না পেলেও তিনি এখন প্রস্তুত ভারত-এ দলের অধিনায়ক হিসেবে আসন্ন টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া-এ দলের মুখোমুখি হতে।
শেষ আইপিএলে পাঞ্জাব কিংসকে (PBKS) ফাইনালে তুলেছিলেন আইয়ার। ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত ফর্মে। পুরো টুর্নামেন্টে ৬০৪ রান করেন ৫০.৩৩ গড়ে এবং ১৭৫.০৭ স্ট্রাইক রেটে। তবুও তাঁকে এশিয়া কাপে সুযোগ না দেওয়ায় সমালোচনার ঝড় ওঠে ক্রিকেট মহলে। সম্প্রতি এক ইউটিউব চ্যানেলের এক শো-তে হাজির হয়েছিলেন ৩০ বছরের এই ব্যাটার।
সেখানে তাঁকে জিজ্ঞাসা করা হয়, ক্রিকেট মাঠের কোন মুহূর্ত তিনি সবচেয়ে বেশি মনে রাখবেন? উত্তরে আইয়ার বলেন, “ভারতের হয়ে আইসিসি চ্যাম্পিয়নশিপ জেতা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেটা সত্যিই অসাধারণ অনুভূতি ছিল।” উল্লেখ্য, রোহিত শর্মার নেতৃত্বে ভারত চলতি বছর মার্চে নিউজিল্যান্ডকে হারিয়ে জেতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। পুরো টুর্নামেন্টে অপরাজিত থাকে মেন ইন ব্লু। পাঁচ ম্যাচে ২৪৩ রান করে আইয়ারই ছিলেন ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক।
এশিয়া কাপে বাদ পড়লেও, তিনি সর্বশেষ ভারতের জার্সিতে খেলেছিলেন ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। এদিকে, শ্রেয়াস আইয়ার নেতৃত্বাধীন ভারত এ দল আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু করবে দুই ম্যাচের চার দিনের অনানুষ্ঠানিক টেস্ট সিরিজ অস্ট্রেলিয়া এ-র বিরুদ্ধে। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে লখনউয়ের একানা ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর তিনটি একদিনের ম্যাচেও মুখোমুখি হবে দুই দল। লাল বলে দুটো চার দিনের ম্যাচ এবং তিনটি ওয়ানডে ম্যাচ হবে ভারত এ দলের বিরুদ্ধে। দুটো বেসরকারি টেস্ট হবে লখনউয়ের একানা স্টেডিয়ামে এবং কানপুরের গ্রিন পার্কে তিনটি ওয়ানডে হবে। ঘরোয়া সিরিজের জন্য ভারত এ দল এখনও ঘোষণা করা হয়নি। ক্রিকেটসংক্রান্ত একটি ওয়েবসাইটের খবর অনুযায়ী, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন সিরিজে আইয়ার ভারতীয় এ দলের সদস্য হবেন।
এশিয়া কাপের জন্য যে ভারতীয় দল ঘোষণা করা হয়েছে, সেই দলে রাখা হয়নি শ্রেয়সকে। দলে তিনি সুযোগ না পাওয়ায় বিতর্কের বাতাবরণ তৈরি হয়েছে। হতবাক হয়েছেন অনেকেই। এঁদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলিও। ১৫ জনের দলে জায়গা পাননি শ্রেয়স। এমনকী ২০ জনের দলেও নেই পাঞ্জাব কিংসের নেতা। অর্থাৎ, রিজার্ভ দলেও তাঁকে রাখার প্রয়োজনীয়তা মনে করা হয়নি। যা দেখে রীতিমতো অবাক বাসিতও। তিনি বলেছেন, ‘শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়াল, মহম্মদ সিরাজ ও মহম্মদ সামি যদি পাকিস্তানের খেলোয়াড় হত, তাহলে ওরা এ ক্যাটেগরিতে জায়গা পেত।’
এশিয়া কাপের দল ঘোষণা হয় টি-২০ বিশ্বকাপকে পাখির চোখ করেই। সেই দিকে লক্ষ্য রেখেই নির্বাচকরা এশিয়া কাপের দল বেছে নেয়। শ্রেয়সের বাদ পড়া অনেকেই মেনে নিতে পারছে না। যার মধ্যে অন্যতম টিম ইন্ডিয়ার প্রাক্তন সহকারী কোচ অভিষেক নায়ার। দল ঘোষণার পর তারকা ক্রিকেটারের বাদ পড়া নিয়ে সাংবাদিক সম্মেলনে অজিত আগরকর বলেন, ‘শ্রেয়সের কোনও দোষ নেই, আমাদেরও না। আমরা মাত্র ১৫ জনকে বেছে নিতে পারব। তাই ওকে সুযোগের অপেক্ষা করতে হবে।’
