আজকাল ওয়েবডেস্ক: অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজে চোট পেয়েছিলেন। সিডনির হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। এখন ধীরে ধীরে সুস্থ হলেও মাঠে ফিরতে আরও সময় লাগবে শ্রেয়স আইয়ারের।
যা পরিস্থিতি, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজেও পাওয়া যাবে না শ্রেয়স আইয়ারকে। আরও অন্তত দু’মাস ক্রিকেট থেকে দূরে থাকতে হবে শ্রেয়সকে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) চিকিৎসকরা জানিয়েছেন, এখনই বেশি বা ভারী পরিশ্রম করা ঠিক হবে না শ্রেয়সের।
গত ২৫ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ খেলতে নেমে গুরুতর চোট পেয়েছিলেন শ্রেয়স। মাঠ থেকে সরাসরি তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিডনির একটি হাসপাতালে। আইসিইউয়ে ভর্তি করিয়ে কয়েক দিন চিকিৎসা হয় শ্রেয়সের। তাঁর প্লীহায় ক্ষত সারাতে ছোট অস্ত্রোপচারও করাতে করেছিল। তার পর দেশে ফিরলেও খেলার মতো অবস্থায় এখনও আসেননি শ্রেয়স। বিসিসিআইয়ের বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁর দেখভাল করছেন।
কয়েক দিন আগে ইউএসজি পরীক্ষা করানো হয় শ্রেয়সের। চিকিৎসকরা রিপোর্ট পর্যালোচনা করে জানিয়েছেন, শ্রেয়সের পেটের আঘাত এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। এখন মাঠে নামলে সমস্যা হতে পারে। বেশি পরিশ্রম করা ঠিক হবে না। পেটে চাপ পড়ে, এমন কিছু করা ঠিক হবে না এই পরিস্থিতিতে। আরও কিছু দিন সাবধানে থাকা দরকার। তাঁর রিহ্যাব একটু সময়সাপেক্ষ। দু’মাস পর আবার শ্রেয়সের ইউএসজি পরীক্ষা করানো হবে। সেই রিপোর্ট সন্তোষজনক হলে শ্রেয়সকে ট্রেনিং শুরু করার অনুমতি দেবেন চিকিৎসকেরা। ফিটনেস ঠিক জায়গায় পৌঁছোলে ম্যাচ খেলতে পারবেন শ্রেয়স। বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, শ্রেয়সের পুরো রিহ্যাব পর্ব চলবে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে।
যার ফলে মনে করা হচ্ছে, শ্রেয়সের মাঠে ফিরতে ১০ থেকে ১২ সপ্তাহ সময় লাগতে পারে। ফলে শুধু দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই নয়, নিউজিল্যান্ডের বিরুদ্ধেও সাদা বলের সিরিজ খেলতে পারবেন না শ্রেয়স আইয়ার।
