আজকাল ওয়েবডেস্ক: বিতর্ক পিছু ছাড়ছে না শ্রেয়স আইয়ারের। আবার খবরে ভারতীয় তারকা। খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন তিনি। আইপিএলে শ্রেয়সের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হলেও, বর্তমানে কোনও ফরম্যাটেই জাতীয় দলে নেই মুম্বইয়ের ক্রিকেটার। দলীপ ট্রফিতে ভাল খেলে আবার ভারতীয় দলে নিজের জায়গা পাকা করে নেওয়াই লক্ষ্য ছিল শ্রেয়সের। কিন্তু আবারও ব্যর্থ হলেন। ভারতীয় ডি দলের হয়ে খেলছেন মিডল অর্ডারের ব্যাটার। কিন্তু প্রত্যাবর্তনের মঞ্চে শুরুতেই ব্যর্থ শ্রেয়স।‌ সাত বল খেলে শূন্য রানে ফেরেন। তবে সেই নিয়ে যত না প্রশ্ন উঠছে, তার থেকে অনেক বেশি চর্চা চলছে সানগ্লাস পরে ব্যাট করতে নামা নিয়ে। সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে এটাই সবচেয়ে বেশি চর্চার বিষয়। শ্রেয়সের মিম ছড়িয়ে গিয়েছে। তাঁকে একচুলও নিস্তার দেয়নি নেটমাধ্যম। মুন্ডুপাত চলছে। অতীতে চশমা পরে খেলতে দেখা গিয়েছে অনেককেই। এই তালিকায় ছিলেন সৌরভ গাঙ্গুলি, অনিল কুম্বলে, ড্যানিয়েল ভেত্তোরি, মিচেল স্যান্টনার প্রমুখ। সানগ্লাস পরে ফিল্ডিং করতে দেখা যায় ক্রিকেটারদের। এমনকী একসময় রোদচশমা পরে বলও করতে দেখা যেত মার্ক ওয়াকে। কিন্তু সানগ্লাস পরে ব্যাট! এটা সচরাচর আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটে দেখা যায়নি। এবার সেই কাজটি করেই সমালোচনার মুখে পড়লেন শ্রেয়স। রান পেলে হয়তো এই নিয়ে কেউই তেমন মাথা ঘামাতো না। হয়তো বা এটাই তাঁর নতুন স্টাইল স্টেটমেন্ট হয়ে যেত। নেটমাধ্যমে বাহবার বন্যা বয়ে যেত। কিন্তু টোটাল ফ্লপ হওয়ায় বুমেরাং হয়ে ফিরে আসে। দলীপ ট্রফির প্রথম ম্যাচে ৯ এবং ৫৪ করেছিলেন শ্রেয়স। যার ফলে বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি তাঁর। এখনও দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করা হয়নি। তবে সেই দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।