আজকাল ওয়েবডেস্ক: মহিলা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন শ্রেয়া ঘোষাল। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপ। উদ্বোধন অসমের গুয়াহাটিতে। পাকিস্তান অবশ্য তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন শ্রেয়া ঘোষাল। এদিকে, মাঠ ভরাতে বড় সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।
আইপিএলের গত মরসুমের উদ্বোধনী অনুষ্ঠানে কলকাতার ইডেন গার্ডেন্সে গেয়েছিলেন শ্রেয়া ঘোষাল। এ বার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে। এ বারের বিশ্বকাপের সঙ্গীত ‘ব্রিং ইট হোম’–ও গেয়েছেন শ্রেয়া। প্রথম বার বিশ্বকাপ জেতার সুযোগ রয়েছে ভারতের। তাঁদের সেই বার্তা দিতেই তৈরি করা হয়েছে এ বারের গান।
ভারতের মাঠগুলিতে বিশ্বকাপের ম্যাচের টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে ১০০ টাকা। আইসিসি–র এই সিদ্ধান্তের পিছনে একটি কারণ রয়েছে। এখন মেয়েদের ম্যাচে ভালই দর্শক হয়। ভারতের মাঠে তা চোখে পড়েছে। আইসিসি চাইছে, বিশ্বকাপের ম্যাচে যাতে একটিও আসন ফাঁকা না থাকে। সেই কারণে টিকিটের দাম কম রাখা হয়েছে। এ বার দু’টি পর্যায়ে হবে টিকিট বিক্রি। প্রথম পর্যায়ে ৪ সেপ্টেম্বর, বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে টিকিট বিক্রি। অনলাইনে ৮ সেপ্টেম্বর পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যে সর্বনিম্ন ১০০ টাকা দিয়ে টিকিট কাটা যাবে। ৯ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যায় শুরু হবে। তখন অবশ্য টিকিটের সর্বনিম্ন দাম কত রাখা হবে তা জানায়নি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
আরও পড়ুন: পারলেন না ওসাকা, ইউএস ওপেনের ফাইনালে আনিসিমোভা, খেতাবের লড়াই সাবালেঙ্কার বিরুদ্ধে
প্রসঙ্গত, ১২ বছর পর ভারতের মাটিতে আবার মহিলাদের বিশ্বকাপের আসর বসছে। এ বারের বিশ্বকাপে ভারতের চারটি স্টেডিয়ামে খেলা হবে। গুয়াহাটি ছাড়াও ইন্দোর, বিশাখাপত্তনম ও নবি মুম্বইয়ে খেলা হবে। আগে বিশ্বকাপের উদ্বোধন হওয়ার কথা ছিল বেঙ্গালুরুতে। কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএল জয়ের উৎসবে পদপিষ্ট হয়ে ১১ জনের মৃত্যুর ঘটনার পর বেঙ্গালুরু থেকে ম্যাচ সরিয়ে দেওয়া হয়েছে। ভারত ছাড়াও খেলা হবে শ্রীলঙ্কায়। পাকিস্তান তাদের সব ম্যাচে দ্বীপরাষ্ট্রেই খেলবে।
এ বারের বিশ্বকাপের আগে প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছে না ভারত। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একটি সিরিজ খেলবে তারা। ইতিমধ্যেই বিশাখাপত্তনমে শিবির শুরু হয়েছে হরমনপ্রীত কৌর, স্মৃতি মান্ধানাদের। সেখানেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল।
এদিকে, কয়েকদিন পরেই শুরু হবে এশিয়া কাপ। ৯ সেপ্টেম্বর শুরু টুর্নামেন্ট। ভারতের প্রথম খেলা ১০ সেপ্টেম্বর। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে ভারত–পাক মহারণ। শুক্রবার থেকে দুবাইয়ে অনুশীলন শুরু করে দিয়েছেন সূর্যকুমার যাদবরা। দলের সহ অধিনায়ক শুভমান গিল। এদিকে, বল গড়ানোর আগে শুভমান গিলের পাশে এসে দাঁড়াচ্ছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। যদিও গিল এক বছরের কাছাকাছি সময় টি–টোয়েন্টি ফরম্যাটে নামেননি। অনেকেই গিলকে নিয়ে সন্দিহান।
তারকা ক্রিকেটারের ক্ষমতা নিয়ে যখন সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে, ঠিক সেই সময়ে শুভমান গিলের পাশে এসে দাঁড়াচ্ছেন ইরফান পাঠান।
ইরফানের মতে, গিল যখন প্রথম মাঠে নামে, তখনকার থেকে গত কয়েক বছরে ব্যাটিং স্ট্রাইক রেট ভাল হয়েছে। আরও বেশি আক্রমণাত্মক হয়ে উঠেছেন গিল। পাঠান বলেছেন, ‘আমার মনে হয় শুভমান গিল টি–টোয়েন্টি ফরম্যাটে অনেকটাই উন্নতি করেছে, বিশেষ করে আইপিএল সহ কয়েকটি মরশুমে গিল উন্নতি করেছে।’
