আজকাল ওয়েবডেস্ক: কয়েকদিন আগেই তাঁর বাদ পড়া নিয়ে নিজের ইউ টিউব চ্যানেলে প্রশ্ন তুলেছিলেন আকাশ চোপড়া। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের কথা কি শুনতে পেয়েছিলেন নির্বাচকরা? চোট পেয়ে নীতিশ কুমার রেড্ডি ছিটকে যাওয়ায় ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ডাক পান শিবম দুবে। জাতীয় দলে প্রত্যাবর্তনেই জ্বলে উঠলেন টি-২০ বিশ্বকাপ জয়ী তারকা। 'ব্রাত্য' ক্রিকেটারের হাত ধরেই ম্যাচে ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া। ৩৪ বলে ৫৩ রান করে আউট হন দুবে। ইনিংসে রয়েছে ২টি ছয়, ৭টি চার। শুরুতে তিন উইকেট হারালেও শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়ার কাঁধে ভর করে লড়াই করার মতো রানে পৌঁছয় ভারত। ৪০ বলে ৫৩ রান করেন হার্দিক। নির্ধারিত ওভারের শেষে ৯ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ১৮১। 

টসে জিতে টিম ইন্ডিয়াকে ব্যাট করতে পাঠান জস বাটলার। সিরিজে এই প্রথম টসে হারেন সূর্যকুমার যাদব। দলে তিনটে পরিবর্তন হয়। ফেরেন অর্শদীপ সিং এবং রিঙ্কু সিং। সুযোগ পান নীতিশ কুমার রেড্ডির জায়গায় ভারতের টি-২০ দলে ফেরা শিবম দুবে। কিন্তু শুরুতেই বিপত্তি। মাত্র ১২ রানে ৩ উইকেট হারায় ভারত। নিজের প্রথম ওভারে তিন উইকেট তুলে নেন সাকিব মাহমুদ। পরপর দুই বলে ফেরান সঞ্জু স্যামসন (১) এবং তিলক বর্মাকে (০)। সূর্যকুমারের (০) খারাপ ফর্ম অব্যাহত। ওভারের শেষ বলে আউট হন। টপ অর্ডারের ব্যর্থতার জন্য শট বাছাইও দায়ী। প্রথম বলেই বড় শট হাঁকানোর কোনও দরকার ছিল না তিলকের। সূর্য ক্যাচিং প্র্যাকটিস দেন। তবে এই টিম ইন্ডিয়া ভয়ডরহীন। সাধারণত দ্বিতীয় ওভারের মধ্যে মাত্র ১২ রানে ৩ উইকেট হারালে‌ যেকোনও দল রক্ষণের খোলসে ঢুকে যায়। পার্টনারশিপ গড়ার দিকে নজর দেয়। কিন্তু অভিষেক শর্মা এবং রিঙ্কু সিং নিজেদের খেলার ধরণ বদলাননি। মারমুখী মেজাজেই পাওয়া যায় দুই তরুণ ব্যাটারকে। তবে দলকে বেশিদূর নিয়ে যেতে পারেনি। ১৯ বলে ২৯ রান করে আউট হন ভারতীয় ওপেনার। ২৬ বলে ৩০ রান করেন রিঙ্কু।

৭৯ রানে ৫ উইকেট হারায় ভারত। দুই সেট ব্যাটার আউট হওয়ার পর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন শিবম দুবে এবং হার্দিক পাণ্ডিয়া। দলকে ভাল জায়গায় পৌঁছে দেন। দু'জনেই অর্ধশতরান করেন। আগের দিন ৪০ রান করলেও, মন্থর ব্যাটিং করেছিলেন হার্দিক। কিন্তু এদিন চেনা ছন্দে পাওয়া যায়। ৩০ বলে ৫৩ রান করে আউট হন। ইনিংসে ছিল ৪টি ছয় এবং চার। অন্য প্রান্তে একই ছন্দে খেলেন শিবম দুবে। শেষ ওভারে ৩ উইকেট হারায় ভারত। নয়তো রান আরও কিছুটা বাড়তে পারত। তবে পুনেতে ১৮১ রান তাড়া করে জেতা সহজ হবে না ইংল্যান্ডের।