আজকাল ওয়েবডেস্ক: মহম্মদ রিজওয়ান নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার পরই শাহিন আফ্রিদি ক্যাপ্টেন হন। এ কথা প্রকাশ করেছেন বাঁ হাতি পেসার স্বয়ং। গত বার রিজওয়ানের নেতৃত্বে পাকিস্তান দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে দ্রুত বিদায় নেওয়ার পরই তাঁর দিকে উড়ে আসে তীব্র সমালোচনা। তার পরই শাহিন আফ্রিদিকে ক্যাপ্টেন করার সিদ্ধান্ত নেয় পিসিবি। কিন্তু শাহিন আফ্রিদি আগে রিজওয়ানের সঙ্গে কথা বলেন, তার পরে নেতৃত্ব গ্রহণ করতে রাজি হন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে-র আগে শাহিন আফ্রিদি বলেন, ''রিজওয়ানের সঙ্গে কথা বলার পরই আমি পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে রাজি হই।''
আফ্রিদি আরও বলেন, ''রিজওয়ান একমাত্র মানুষ যার সঙ্গে আমি নেতৃত্ব নিয়ে কথা বলি। রিজওয়ান সিদ্ধান্ত নেয় নিজে সরে গিয়ে আমাকে ক্যাপ্টেন হওয়ার রাস্তা করে দেয়।''
২০২৩ সালের বিশ্বকাপে হতশ্রী পারফরম্যান্স করার পরে বাবর আজম সরে দাঁড়ান পাকিস্তানের নেতৃত্ব থেকে। শাহিন আফ্রিদি টি-টোয়েন্টি ফরম্যাটের দায়িত্ব গ্রহণ করেন। কিন্তু মাস ছয়েকের বেশি স্থায়ী হয়নি সেই দায়িত্ব। পাক নির্বাচকরা সিদ্ধান্ত নেয় বাবর আজমকে ফের ক্যাপ্টেন করা হবে।
মাত্র একটি সিরিজে তিনি দলকে নেতৃত্ব দেন। সেটা ছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। নেতা হলেও আফ্রিদি কিন্তু সবসময়ে বলে এসেছেন, তিনি বাবর ও রিজওয়ানকে সবসময়ে সাপোর্ট দেবেন। কারণ এই দুই তারকা দলের মেরুদণ্ড।
