আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। কেকেআর-এর খেলা থাকলে দেশের বিভিন্ন প্রান্তে দেখা যায় শাহরুখ খানকে।
সেই 'কিং খান' ইংল্যান্ডের 'দ্য হান্ড্রেড' ক্রিকেট লিগে দল কিনতে গিয়ে হার মানলেন। পেলেন না পছন্দের দল। কার কাছে হারলেন শাহরুখ?
চেলসির মালিক টড বোয়েলির কাছে হেরে যেতে হল তাঁকে। 'দ্য় হান্ড্রেড' ক্রিকেট লিগের জন্য দল কিনতে ঝাঁপাচ্ছেন আইপিএলের মালিকরা। অনেকেই কিনেছেন। বলিউড বাদশাও ছিলেন সেই দৌড়ে।
'দ্য হান্ড্রেড'-এর দল'ট্রেন্ট রকেটস' কিনতে আগ্রহী ছিলেন 'কিং খান'। কিন্তু চেলসির মালিক টড বোয়েলি এবং চেলসির ডিরেক্টর জোনাথন গোল্ডস্টেনের যৌথ উদ্যোগে তৈরি কেইন ইন্টারন্যাশনাল 'ট্রেন্ট রকেটস'-এর ৪৯ শতাংশ শেয়ার কিনে নেয়। ফলে শাহরুখ খানের আর কেনা হল না 'দ্য হান্ড্রেড'-এর দল।
প্রায় ৪২০ কোটি টাকা দিয়ে বোয়েলি কিনে নিয়েছেন 'ট্রেন্ট রকেটস'। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, মেজর লিগ ক্রিকেট এবং আমিরশাহি লিগে শাহরুখ খানের দল রয়েছে। সব ঠিক থাকলে 'দ্য হান্ড্রেড'-এও শাহরুখের দল হত। কিন্তু চেলসির মালিকের কাছে হার মানায় 'দ্য হান্ড্রেড' লিগে আর দল কেনা হল না শাহরুখের।
