আজকাল ওয়েবডেস্ক: আইপিএলে খেলতে পারবেন সঞ্জু স্যামসন? প্রশ্ন উঠে গেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে জোফ্রা আর্চারের বলে আঙুলে চোট পান সঞ্জু। চোটের জন্য আর পরে ফিল্ডিং করতে পারেননি সঞ্জু।
সঞ্জুর আঙুলে চোট লেগেছিল। সদ্য অস্ট্রোপচার হয়েছে। অস্ত্রোপচারের পর সঞ্জুর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, চিকিৎসকদের সঙ্গে রয়েছেন তিনি। আর ডান হাতের আঙুলে ব্যান্ডেজ।
এই চোটের জন্যই কেরালার হয়ে রনজি কোয়ার্টার ফাইনাল খেলতে পারেননি সঞ্জু। যদিও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে একেবারেই রানের মধ্যে ছিলেন না সঞ্জু। পাঁচ ম্যাচে করেন মাত্র ৫১ রান।
এখন প্রশ্ন উঠে গেছে তিনি আইপিএল খেলতে পারবেন কিনা। প্রসঙ্গত, রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু। সূত্রের খবর, ২১ মার্চ থেকে শুরু হতে পারে আইপিএল। তাঁর সুস্থ হতে একমাস লাগবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এর অর্থ আইপিএল শুরু থেকেই সঞ্জুর খেলতে অসুবিধা হওয়ার কথা নয়।
এটা ঘটনা সঞ্জুর নেতৃত্বে গতবার রাজস্থান প্লে–অফে গিয়েছিল। কিন্তু হায়দরাবাদের কাছে হেরে যেতে হয়। তবে আইপিএলে সঞ্জু বরাবরই তারকা ব্যাটার। তিনি শুরু থেকে খেলতে না পারলে চাপ বাড়বে রাজস্থানের উপরেই। এবার আবার রাজস্থানের কোচের পদে আছেন রাহুল দ্রাবিড়।
