আজকাল ওয়েবডেস্ক: অধিনায়ক সূর্যকুমার যাদব পাশে ছিলেন বলেই ঘুরে দাঁড়াতে পেরেছেন সঞ্জু স্যামসন। স্বয়ং সঞ্জুই এই কথা জানিয়েছেন। টি-টোয়েন্টি ফরম্যাটে পরপর দুটি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। শেষ ছ'টি  প্রতিযোগিতামূলক ম্যাচে তিনটে শতরান করেন। তারমধ্যে দুটো আন্তর্জাতিক টি-২০ তে, একটা দলীপ ট্রফিতে। ক্রিকেটজীবনে ধারাবাহিকভাবে পারফর্ম করতে দেখা যায়নি সঞ্জুকে।

তাঁর নামের পাশে 'আন্ডারপারফর্মার' ট্যাগ সেঁটে দেওয়া হয়েছিল। কিন্তু বাংলাদেশের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শতরান সঞ্জুকে এখন পাদপ্রদীপের আলোয় নিয়ে এসেছে। সঞ্জুকে নিয়ে চর্চা হচ্ছে। সঞ্জু স্বয়ং জানিয়েছেন, সূর্যকুমার যাদবের জন্যই তাঁর এই রূপ দেখা যাচ্ছে। ভারত অধিনায়ক আগেই সঞ্জুকে জানিয়েছিলেন, ''আগামী সাতটি ম্যাচেই তুই খেলছিস। পরবর্তী সাটটা ম্যাচেই তোকে ওপেন করতে হবে। যা হওয়ার হবে, আমি তোর পাশে আছি।''

দলীপ ট্রফি খেলার সময়ে সূর্য কথাগুলো বলেছিলেন সঞ্জুকে। বাংলাদেশের বিরুদ্ধে তিনটি এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চারটি ম্যাচের কথাই বলেছিলেন সূর্যকুমার। অধিনায়ককে পাশে পেলে যে কোনও ক্রিকেটারেরই আত্মবিশ্বাস বেড়ে যায়। নিজেকে সে উজাড় করে দেয়। সঞ্জুও তাই করছেন। 

সঞ্জু স্যামসনকে বলতে শোনা গিয়েছে, ''আমি একটা স্পষ্ট বার্তা পেলাম। কেরিয়ারে প্রথমবার এরকম একটা পরিষ্কার বার্তা পেলাম। আমার হাতে যে সাতটা ম্যাচ রয়েছে তা জানতে পারলাম। ফলে আমি অন্য সংকল্প নিয়ে মাঠে নেমেছি। আমি অন্যরকম কিছু একটা করার চেষ্টা করছি। অধিনায়কের কাছ থেকে এমন স্পষ্ট বার্তা ও আত্মবিশ্বাস পেলে মাঠেও এর ছাপ পড়ে। খুব বেশি দূরে তাকাতে চাই না। টিম ম্যানেজমেন্ট আমাকে সাতটা ম্যাচ হাতে দিয়েছে। আমাকে ওপেন করতে বলা হয়েছে। আমি বহুদূরের কথা ভবাছি না। দলের প্রয়োজনে আমি অবদান রাখার চেষ্টা করছি।''