আজকাল ওয়েবডেস্ক: চেন্নাই সুপার কিংসের হয়ে কি খেলবেন সঞ্জু স্যামসন? সোশ্যাল মিডিয়ায় তুঙ্গে জল্পনা। শোনা যাচ্ছে, আগামী মরশুমে রাজস্থান রয়্যালস অধিনায়ককে চেন্নাই সুপার কিংসের জার্সিতে খেলতে দেখা যেতে পারে। 

তবে এব্যাপারে কেউই নিশ্চিত করেনি। ক্রিকেট সংক্রান্ত একটি ওয়েবসাইটকে চেন্নাই সুপার কিংসের এক কর্তা বলেছেন, ''আমরা সঞ্জুর কথা ভাবছি। সঞ্জু ভারতীয় , তার উপরে কিপার ও ওপেনার। ফলে আমরা সঞ্জুকে নিয়ে ভাবনাচিন্তা করছি। ওকে নিয়ে আমরা আগ্রহ প্রকাশ করছি।'' 

এদিকে প্রতিবেদন অনুযায়ী, সিএসকে ছাড়াও একাধিক ফ্র্যাঞ্চাইজি তাঁর প্রতি আগ্রহ দেখিয়েছে। সিএসকে-তে কি যোগ দেবেন সঞ্জু? মহেন্দ্র সিং ধোনির বিকল্প হিসেবে কি তাঁকে ভাবা হচ্ছে? 

২০২৫ সালের আইপিএলে ৯টি ইনিংসে ২৮৫ রান করেছিলেন স্যামসন। তার মধ্যে ছিল একটি হাফ সেঞ্চুরি। রাজস্থান রয়্যালসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন সঞ্জু। 

কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল কেরিয়ার শুরু করেন সঞ্জু স্যামসন। ২০১২ সালের আইপিএল জয়ী দলের সদস্য ছিলেন স্যামসন। সেই বছর কেকেআরের হয়ে অভিষেক ঘটেনি তাঁর। ২০১৩ সালে সঞ্জু স্যামসন সই করেন রাজস্থান রয়্যালসে। ২০১৫ পর্যন্ত রাজস্থানে ছিলেন সঞ্জু। ২০১৬ এবং ২০১৭ সালে কেরলের এই তারকা ক্রিকেটার দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেন।

২০১৮ সালের মেগা নিলামে স্যামসন-কে ফের সই করায় রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালসের সর্বোচ্চ রানসংগ্রাহক তিনি। সেই সঞ্জু স্যামসনকে কি শেষ পর্যন্ত চেন্নাই সুপার কিংসের জার্সিতে দেখা যাবে? সময় এর উত্তর দেবে।