আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘদিন পর লাল বলের ক্রিকেটে ঘরের মাঠে মুখ থুবড়ে পড়েছেন রোহিতরা। এই হারের জন্য ভারত অধিনায়ককে দুষলেন সঞ্জয় মঞ্জরেকর। রোহিতের ট্যাকটিক্যাল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভারতের প্রাক্তনী। টসে জিতে ব্যাটিং নেওয়া নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তাছাড়াও প্রথম ইনিংসে অষ্টম উইকেটে ১৩৭ রান যোগ করে নিউজিল্যান্ড। এখানেই শেষ নয়। বেঙ্গালুরু টেস্টের পঞ্চম দিনে রোহিতের নেতৃত্ব নিয়েও প্রশ্ন ওঠে। জয়ের জন্য ১০৭ রান প্রয়োজন ছিল নিউজিল্যান্ডের। এত অল্প রানের পুঁজি নিয়ে দেশের মাটিতে ভারতের সবচেয়ে সফল বোলার রবিচন্দ্রন অশ্বিনকে অনেক পরে আনেন। সেখানে উইকেটের মধ্যে না থাকা মহম্মদ সিরাজকে দিয়ে সাত ওভার বল করান। স্বভাবতই কোনও উইকেট পাননি ভারতীয় পেসার।
রোহিতের মতো দক্ষ এবং অভিজ্ঞাসম্পন্ন অধিনায়কের থেকে এমন আশা করেননি ভারতের প্রাক্তনী। সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'পেসাররা উইকেট পায়, কিন্তু তাঁরা রান গলিয়ে দেয়। ব্যাটের কোণায় লেগে অনেক ক্ষেত্রে রান হয়ে যায়। তাই আমি কিছুটা অবাকই হই। আমার মনে হয়, ট্যাকটিক্যালি রোহিতের জন্য এই টেস্টটা ভাল ছিল না। বুমরাকে লম্বা স্পেল দেওয়া যায়। সিরাজকে এক, দু'ওভার দেওয়া যেত। কিন্তু ওকে টানা ৬ ওভার বল করতে দেওয়া হয়। আমার মনে হয়েছে সেটা অনেকটাই। অল্প রান টার্গেটের ক্ষেত্রে এটা মানা যায় না। আরেকটা বিষয় হল, পিচে টার্ন না থাকা সত্ত্বেও অশ্বিনকে নতুন বল দেওয়া। বুমরার সঙ্গে বল করলে ওকে খেলা আরও কঠিন হত। বা ইনিংসের চতুর্থ ওভারে বল করলেও।' টেস্টের চূড়ান্ত দিন ভারতের একাধিক ট্যাকটিক্যাল ভুলের কথা তুলে ধরেন ভারতের প্রাক্তন ব্যাটার। ঘরের মাঠে টানা ১৮ টেস্ট সিরিজ জিতেছে ভারত। সেই রেকর্ড অব্যাহত রাখতে পরের দুটো টেস্ট জিততেই হবে টিম ইন্ডিয়াকে।
