?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sanjay Manjrekar (@sanjaysphotos)
মঞ্জরেকর বলছেন, ''জো রুট টেস্ট ক্রিকেটে এক অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে। আমার মনে পড়়ছে বিরাট কোহলির কথা। টেস্ট ক্রিকেট থেকে সরেই গেল বিরাট। অবসরের আগে গত পাঁচ বছরে বিরাট কিন্তু সমস্যায় পড়েছে, অথচ সেই ত্রুটি-বিচ্যুতির সমাধান করতে পারল না কোহলি। এটাই দুর্ভাগ্যজনক ব্যাপার। কোহলি এই পাঁচ বছরে নিজের দুর্বলতা, সমস্যার সমাধান করার দিকে নজর দিল না। গত পাঁচ বছরে টেস্ট ফরম্যাটে কোহলির গড় ৩১। এটাই দুঃখের জো রুট, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনরা টেস্ট ফরম্যাটে নিজেদের প্রতিষ্ঠিত করে চলেছে, আর বিরাট সরে গেল।''
টেস্ট ফরম্যাট থেকে সরে গেলেও ওয়ানডেতে কোহলি বিরাট ফর্মে রয়েছেন। ওয়ানডে খেলা নিয়েও সঞ্জয় মঞ্জরেকর সন্তুষ্ট নন।
মঞ্জরেকরের সংযোজন, ''টেস্ট ছেড়ে বিরাটের ওয়ানডে ফরম্যাটে খেলা আমাকে একপ্রকার হতাশই করেছে।''
মঞ্জরেকর যে পাঁচ বছরের কথা বলছেন, সেই সময়ে কোহলির অফস্টাম্পের বাইরের বলে দুর্বলতা চোখে পড়ছিল।
এক সময়ে ফ্যাব ফোরের সদস্য ছিলেন কোহলি। সেই বিরাট ১২৩টি টেস্ট ম্যাচে ৯২৩০ রান করেন। একসময়ে মনে করা হচ্ছিল শচীন তেণ্ডুলকরের একশোয় একশো ভাঙতে পারেন একমাত্র বিরাট কোহলিই। কিন্তু সেই কক্ষপথ থেকে অনেকটাই করে গিয়েছেন দেশের চ্যাম্পিয়ন ব্যাটার।
টেস্টে কোহলি দশ হাজার রান পূর্ণ করতে পারেননি। ওয়ানডেতে অবশ্য কোহলি রানের পর রান করে যাচ্ছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে পরপর দুটো ম্যাচে সেঞ্চুরি করেন। ঘরোয়া ক্রিকেটেও কোহলি রানের মধ্যেই রয়েছেন।
এবার সবার নজরে কিউয়ি সিরিজ। ১১ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। কিউয়িদের বিরুদ্ধে কোহলি কী করেন, সেটাই দেখার।