আজকাল ওয়েবডেস্ক: জো রুট, স্টিভ স্মিথ লাগাতার রান করে চলেছেন। আর বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকেই বিদায় নিলেন। 

বিরাট কোহলির টেস্ট ফরম্যাট থেকে অবসর দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরকে খুশি করতে পারেনি। কোহলির বিরাট সিদ্ধান্তে অসন্তুষ্ট মঞ্জরেকর।  

লাল বলের ফরম্যাটে কোহলি পাঁচ বছর রানের মধ্যে ছিলেন না। ইংল্যান্ড সিরিজের আগে বিরাট কোহলি টেস্ট থেকেই অবসর গ্রহণ করেন। 

কোহলির বিরাট অবসরের পরে গোটা দেশ জুড়ে আলোড়ন  তৈরি হয়।  এমনকী আন্তর্জাতিক তারকারাও কোহলির হঠাৎ অবসরের প্রেক্ষিতে বিস্মিত। 

?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14"> ?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

?utm_source=ig_embed&utm_campaign=loading" target="_blank" rel="noopener">A post shared by Sanjay Manjrekar (@sanjaysphotos)