আজকাল ওয়েবডেস্ক: হ্যান্ডশেক বিতর্ক ঝেড়ে ফেলে সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে জিতে সুপার ফোরে আবার ভারতের মুখোমুখি পাকিস্তান। এশিয়া কাপে টিম ইন্ডিয়ার কাছে প্রথম ম্যাচে হার অতীত। সুপার ফোরে‌ নামার আগে হুঙ্কার সলমন আঘার। দাবি করেন, তাঁর দল যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে সমস্যা বেড়েই চলেছে। পহেলগাঁও জঙ্গিহানার পর ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের দাবি ওঠে। কিন্তু বিসিসিআই জানিয়ে দেয়, ম্যাচ হবে। সাত উইকেটে পাকিস্তানকে উড়িয়ে দেয় ভারত। ম্যাচের পর পাকিস্তানের প্লেয়ারদের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় ক্রিকেটাররা। ম্যাচের পরে প্রেজেন্টেশন সেরেমনি বয়কট করে তার জবাব দেয় পাকিস্তান। প্রাক্তন ক্রিকেটাররা ভারতীয়দের সমালোচনা করে। নিয়ম ভঙ্গের জন্য অ্যান্ডি পাইক্রফটকে দায়ী করে পিসিবি। তাঁকে বরখাস্ত করার দাবি তোলে। আইসিসি সেই দাবি খারিজ করে দেওয়ায় নাটক বাড়ে। ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলন বাতিল করে দেয় পাকিস্তান। 

এখানেই সমস্যার সমাধান হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি‌ ম্যাচ বয়কট করার হুমকি দেয় পাকিস্তান। টসের নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগেও দুবাই মেরিনা হোটেল ছাড়েনি পাকিস্তানের ক্রিকেটাররা। যার ফলে ম্যাচ এক ঘণ্টা দেরিতে শুরু হয়। ভারতের পর আরব আমিরশাহির বিরুদ্ধেও সমস্যায় পড়ে পাকিস্তানের ব্যাটিং। ১২৮ রানে ৮ উইকেট হারায়। আবারও শেষদিকে জ্বলে ওঠেন শাহিন আফ্রিদি। তাঁর ১৪ বলে ২৯ রান পাকিস্তানকে ৯ উইকেটের বিনিময়ে ১৪৬ রানে পৌঁছে দেয়। কিন্তু বোলারদের দাপটে ৪১ রানে আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরের ছাড়পত্র সংগ্রহ করে পাকিস্তান। 

জিতলেও পাক অধিনায়ক জানিয়ে দেন, তাঁদের ব্যাটিংয়ে উন্নতি প্রয়োজন। ভারতের বিরুদ্ধে দ্বিতীয়বার নামার আগে এই বিষয়ে বিশেষ নজর দেওয়ার কথা বলেন। সলমন বলেন, 'আমরা জিতেছি। তবে মাঝের ওভারগুলোতে আমাদের ব্যাটিংয়ে উন্নতি করতে হবে। এটাই চিন্তার বিষয়। আমরা এখন কোনওক্রমে ১৫০ করছি। মাঝের ওভারগুলোতে ভাল ব্যাট করতে পারলে, প্রতিপক্ষ যেই হোক না কেন, আমরা ১৭০ রান পর্যন্ত পৌঁছতে পারব। শাহিন অনেক উন্নতি করেছে। বল হাতে বরাবরই ভাল।' দুর্বলতা জয় করে, আবার ভারতের মুখোমুখি হওয়ার জন্য তৈরি পাক অধিনায়ক। সলমন বলেন, 'আমরা যেকোনো চ্যালেঞ্জের জন্য তৈরি। গত চার মাসে আমরা যেভাবে খেলছি, আমরা যেকোনও দলের বিরুদ্ধে সাফল্য পেতে পারি।' রবিবার এশিয়া কাপে দ্বিতীয়বার মুখোমুখি ভারত-পাকিস্তান।