আজকাল ওয়েবডেস্ক: অভিষেক টেস্ট ভুলে যেতে চাইবেন সাই সুদর্শন। প্রথম ম্যাচেই শূন্য রানে ফিরলেন। মাত্র ৪ বল উইকেটে টেকেন। বেন স্টোকসের লেগ সাইডের বলে খোঁচা মেরে আউট হলেন বাঁ হাতি তরুণ ক্রিকেটার। যা মেনে নেওয়া যায় না। অনেক প্রত্যাশা নিয়ে তাঁকে তিন নম্বরে নামানো হয়েছিল। কিন্তু প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ। তৃতীয় বলেই একইভাবে আউট হতে পারতেন সাই। কিন্তু তখন বল ব্যাটে লাগেনি। সতর্ক হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু ঠিক পরের বলেই একইভাবে আউট হলেন সুদর্শন। মধ্যাহ্নভোজের আগে শেষ বলে ভারত দ্বিতীয় উইকেট হারায়। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম সেশনের শেষে ২ উইকেট হারিয়ে টিম ইন্ডিয়ার রান ৯২। শেষ দশ মিনিট বাদ দিলে বাকি সময়টা ভারতের। 

বিপক্ষকে শুরুতে ব্যাট করতে পাঠালে, টেস্টের প্রথম সেশনে অন্তত ৩-৪টে উইকেটের প্রত্যাশা থাকে। কিন্তু এদিন দারুণভাবে নতুন বল সামলান যশস্বী জয়েসওয়াল এবং কেএল রাহুল। খুব বেশি সুযোগ দেয়নি তাঁরা। প্রথম উইকেটে ৯১ রান যোগ করে ওপেনিং জুটি। রাহুলকে শুরুতে নামানো সঠিক সিদ্ধান্ত। ঠাণ্ডা মাথায় ইংল্যান্ডের বোলারদের সামলান। ভারতের ব্যাটিংয়ের ভীত শক্ত করেন। যেভাবে খেলছিলেন অর্ধশতরান নিশ্চিত ছিল। কিন্তু ৭৮ বলে ৪২ রান করে আউট হন। ইনিংসে রয়েছে ৮টি চার। কার্সের বলে খোঁচা মেরে প্রথম স্লিপে রুটের হাতে ধরা পড়েন। প্রথম টেস্টে নার্ভাস স্টার্ট সাই সুদর্শনের।‌ খাতা খোলার আগেই ফেরেন। উইকেটের অন্য প্রান্তে ৭৪ বলে ৪২ রানে অপরাজিত যশস্বী জয়েসওয়াল। দেখে মনে হয়নি প্রথমবার ইংল্যান্ডের মাটিতে খেলছেন। আত্মবিশ্বাসী ব্যাটিং। সুযোগ পেলেই চারও মারেন। লাঞ্চের ঠিক আগে জোড়া উইকেট হারালেও, প্রথম সেশন ভারতেরই। এবার নজর থাকবে শুভমন গিলের দিকে।