আজকাল ওয়েবডেস্ক:‌ মেয়াদ শেষ হওয়ায় ইংল্যান্ড সিরিজের আগেই সরিয়ে দেওয়া হয়েছিল ফিল্ডিং কোচ টি দিলীপকে। কিন্তু শোনা যাচ্ছে টিম ইন্ডিয়ার ইংল্যান্ড সফরে ফিল্ডিং কোচ হিসেবে যাচ্ছেন টি দিলীপ। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফিল্ডিং কোচ হিসেবে কোনও বিদেশিকে চাইছে বিসিসিআই। কিন্তু যোগ্য কাউকে না পাওয়ায় দিলীপকেই পাঁচ টেস্টের সিরিজের জন্য দলের সঙ্গে পাঠানো হবে।


২০ জুন থেকে শুরু হবে পাঁচ টেস্টের সিরিজ। বর্ডার গাভাসকার ট্রফিতে ১–৩ হারের পর ফের টেস্ট সিরিজ খেলতে নামছে ভারত। বোর্ডকে উদ্ধৃত করে সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘‌টি দিলীপকে আরও এক বছরের জন্য ফিল্ডিং কোচ হিসেবে পুনর্নিয়োগ করা হল। ইংল্যান্ড সিরিজে উনি যাবেন। দিলীপের সঙ্গে এক বছরের চুক্তি করা হয়েছে।’‌


প্রসঙ্গত, দীর্ঘদিন এনসিএতে কাজ করেছেন দিলীপ। শুভমান গিল, যশস্বী জয়েসওয়ালদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় দলের সঙ্গেই ইংল্যান্ড যাবেন কোচ গৌতম গম্ভীর, ফিল্ডিং কোচ টি দিলীপ, ব্যাটিং কোচ সীতাংশু কোটাক, বোলিং কোচ মরনি মরকেল ও সহকারী কোচ রায়ান টেন ডশকাটে। 


এদিকে ইংল্যান্ডে ভারতের প্রথম প্রস্তুতি ম্যাচ ৬ জুন। গুজরাট টাইটানস আইপিএল ফাইনাল উঠলে সেই ম্যাচ খেলা হবে না নতুন টেস্ট অধিনায়ক শুভমান গিলের। কারণ আইপিএল ফাইনাল ৩ জুন।