আজকাল ওয়েবডেস্ক: দীর্ঘ বছর পর আবার এক মঞ্চে শচীন তেন্ডুলকর এবং বিনোদ কাম্বলি। মুম্বইয়ে এক অনুষ্ঠানে দেখা গেল ছোটবেলার দুই বন্ধুকে। মঞ্চের এক ধারে বসে ছিলেন কাম্বলি। তাঁর সঙ্গে নিজে এগিয়ে গিয়ে কথা বলেন শচীন। দুই বন্ধুকে মেলালেন তাঁদেরই প্রয়াত কোচ রমাকান্ত আচরেকর। তাঁর একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন দুই প্রিয় ছাত্র। অনুষ্ঠানে আগে প্রবেশ করেন কাম্বলি। পরে আসেন শচীন। মঞ্চে উঠে একসময়ের প্রিয় বন্ধুকে দেখে তাঁর দিকে এগিয়ে যান। কাম্বলির হাত ধরে বেশ কিছুক্ষণ কথা বলেন। দু'জনকেই বেশ খোশমেজাজে পাওয়া যায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
কয়েকদিন আগে কাম্বলির একটি ভিডিও ভাইরাল হয় নেটমাধ্যমে। তাতে দৈন্যদশায় দেখা যায় প্রাক্তন তারকাকে। ঠিক মতো হাঁটতে পারছিলেন না। দেখে অসুস্থ মনে হচ্ছিল। তার বেশ কয়েকদিন আগে আর্থিক অভাবের উল্লেখ করে চাকরির আবেদন করেছিলেন একসময়ের তারকা ক্রিকেটার। বরাবরই কাম্বলি বিতর্কিত চরিত্র। সেই ক্রিকেট জীবন থেকে। একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে নষ্ট করেন নিজের প্রতিভা। তারপর বাল্যবন্ধু শচীনের বিরুদ্ধে প্রকাশ্যে নানান অভিযোগ করে শিরোনামে আসেন। অথচ স্কুল জীবনে ৬৬৪ রানের পার্টনারশিপে একসঙ্গে প্রচারের আলোয় এসেছিলেন শচীন এবং কাম্বলি। একইসঙ্গে জাতীয় দলে দু'জনের অভিষেক হয়। শুরুটা ভাল করলেও বেহিসেবী জীবনযাত্রায় ক্রমশ হারিয়ে যান বাঁ হাতি তারকা। অন্যদিকে শচীন নিজেকে কিংবদন্তির পর্যায় নিয়ে যান। একসময় দুই বন্ধুর মধ্যে সম্পর্ক তিক্ত হয়ে যায়। তারপর আর একসঙ্গে দেখা যায়নি দুই তারকা ক্রিকেটারকে। দীর্ঘ বছর পর নিজের দুই প্রিয় ছাত্রকে মেলেলেন গুরু আচরেকর।
