আজকাল ওয়েবডেস্ক:‌ বিমানেই ঝগড়া শুরু হয়ে গেল শচীন তেন্ডুলকার ও গ্লেন ম্যাকগ্রাথের মধ্যে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন। সেই ভিডিওয় দেখা গেছে, বিমানে সামনাসামনি বসে আছেন শচীন ও ম্যাকগ্রাথ। দু’‌জনের মধ্যে কিছু বিষয়ে উত্তপ্ত বাক্যবিনিময় চলছে।


যদিও জানা গেছে, এই ঝগড়া এই বিজ্ঞাপনী শুটিংয়ের অন্তর্গত। যে বিষয়টি শচীন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন।


ভিডিওয় কথোপকথন ছিল এরকম.‌ শচীন বলছেন, ‘‌ম্যাকগ্রাথ তুমিও জানতে আমি আউট ছিলাম না।’‌ এরপর ম্যাকগ্রাথ ওই ম্যাচের ভিডিও শচীনকে দেখাতে দেখাতে বলেন, ‘‌দেখো ভাই তুমি আউট ছিলে।’‌ এরপর শচীন বলেন, ‘‌একদম না। বল স্টাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। আপনি বরং চোখের পরীক্ষা করান।’‌ এরপর ম্যাকগ্রাথ বলেন, ‘‌আমার চোখ একদম ঠিক আছে।’‌
এরপরই এক কেবিন ক্রু এসে ম্যাকগ্রাথকে বলেন, ‘‌এটা আপনার আসন নয়। ম্যাকগ্রাথ তর্ক করলেও পরে নিজের সিটে চলে যান। যা দেখে শচীন বলেন, ‘‌কবে থেকে বলছি চোখের পরীক্ষা করাতে।’‌


মজার ছলে হলেও ভিডিওটি যথেষ্ট ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, যে ভিডিওটির কথা বলা হয়েছে, সেটি ১৯৯৯ সালে এডিলেড ওভালের। ভারতের জয়ের লক্ষ্য ছিল ৩৯৬ রান। তখন অধিনায়ক ছিলেন শচীন। তিনি বিতর্কিত আউট হন। বোলার ছিলেন ম্যাকগ্রাথ।


তবে এটা ঘটনা দুই কিংবদন্তির লড়াই বরাবর মাঠে অন্য মেজাজ এনে দিয়েছে।