আজকাল ওয়েবডেস্ক:‌ ১৮ বছর আগের এক বিতর্ক আচমকাই প্রকাশ্যে নিয়ে এসেছেন ললিত মোদি। যে ঘটনা ‘‌স্ল্যাপগেট’‌ নামেই পরিচিত। ২০০৮ সালের আইপিএলে শ্রীশান্তকে চড় মেরে বসেছিলেন হরভজন সিং। সেই চড় মারার ঘটনার ‘নতুন’ ভিডিও সম্প্রতি প্রকাশ্যে এসেছে। আর সেটা এনেছেন খোদ ললিত মোদি। যা নিয়ে পাল্টা ক্ষোভ উগড়ে দিলেন শ্রীশান্তের স্ত্রী ভুবনেশ্বরী।


এটা ঘটনা, বিয়ন্ড২৩ ক্রিকেট পডকাস্টে অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক মাইকেল ক্লার্কের সঙ্গে এক সাক্ষাৎকারে ললিত মোদি সেই ফুটেজটি শেয়ার করেন। যা এতদিন না দেখা ছিল। আইপিএলের প্রাক্তন চেয়ারপার্সন ললিতের দাবি, ‘‌খেলা শেষ হয়ে গিয়েছিল। ক্যামেরাও বন্ধ ছিল। আমার একটি সিকিউরিটি ক্যামেরা চালু ছিল। সেখানেই শ্রীশান্ত আর ভাজ্জির ঘটনাটির ভিডিও রেকর্ড হয়। ভাজ্জি উল্টো হাতে সপাটে চড় মারে শ্রীশান্তকে। এতদিন এই ভিডিও আমি প্রকাশ্যে আনিনি। ১৮ বছর পর এটা সর্বসমক্ষে আনলাম।’‌


তারপরই সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। যা নিয়ে প্রবল ক্ষুব্ধ শ্রীশান্তের স্ত্রী। ইনস্টাগ্রামে ওই ভিডিওর কমেন্টে ভুবনেশ্বরী লেখেন, ‘মাইকেল ক্লার্ক ও ললিত মোদি, আপনাদের লজ্জা লাগা দরকার। আপনারা অমানুষ। ২০০৮ সালের একটা ভিডিও নিজেদের সস্তা প্রচারের জন্য আজ আবার বের করে আনলেন। শ্রীশান্ত ও হরভজন, দুজনেই ওই ঘটনা ভুলতে চেয়েছে। ওদের সন্তানরা এখন স্কুলে যায়। আর আপনারা তাদের পুরনো ব্যথায় আঘাত করছেন। একেবারেই জঘন্য, হৃদয়হীন এবং অমানবিক কাজ।’


শ্রীশান্তের স্ত্রী আরও লিখেছেন, ‘‌১৮ বছর পর এই ঘটনা তুলে ধরে, আপনারা আমাদের পরিবারকে আঘাত করেছেন। যে মানসিক আঘাতকে আমরা ভুলে যেতে চেয়েছিলাম, আপনারা আবার সেটা তুলে আনলেন। এটা শুধু প্লেয়ারদের আঘাত করেনি, তাদের সন্তানদের ভয় পাইয়ে দিচ্ছে। যাদের আবার প্রশ্নের মুখে পড়তে হবে। আপনাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। শ্রীশান্তের সম্মানের কোনও ক্ষতি আপনারা করতে পারবেন না। কিন্তু কাউকে আঘাত করার আগে ঈশ্বরকে অন্তত ভয় করুন।’


প্রসঙ্গত, এর আগে ভাজ্জি মনে করিয়ে দিয়েছিলেন, শ্রীশান্তের মেয়ে একবার তাঁকে দেখে রেগেমেগে বলে বসে, ‘‌তোমার সঙ্গে কথা বলতে চাই না। তুমি আমার বাবাকে মেরেছ।’‌ যা প্রাক্তন অফ স্পিনারের মনে গভীর প্রভাব ফেলেছিল।


এটা ঘটনা, আইপিএলের প্রথম মরসুমে বড় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন হরভজন সিং। তখন মুম্বই ইন্ডিয়ান্সে খেলতেন তিনি। ম্যাচের শেষে আচমকাই কিংস ইলেভেন পাঞ্জাবের শ্রীশান্তকে চড় মেরে দিয়েছিলেন ভাজ্জি। টিভি ক্যামেরায় দেখা গিয়েছিল, চড় খেয়ে শ্রীশান্তের চোখ থেকে জল পড়ছে। ঘটনার ১৮ বছর পর ‘স্ল্যাপগেট’ বিতর্কের একটি ভিডিও প্রকাশ্যে এনেছেন তৎকালীন আইপিএল চেয়ারম্যান ললিত মোদি। তা নিয়েই যত কাণ্ড। 


প্রসঙ্গত, ওই ঘটনাটি ঘটেছিল মোহালিতে মুম্বই বনাম পাঞ্জাব ম্যাচে। সেই ম্যাচে ৬৬ রানে হেরে যায় মুম্বই। ম্যাচের শেষে মাঠ থেকে বেরনোর সময়েই বিপত্তি ঘটে। হেরে যাওয়ার রাগ সামলাতে না পেরে শ্রীশান্তকে চড় মেরে বসেন সেই ম্যাচে মুম্বইয়ের অধিনায়ক হরভজন সিং। এই ঘটনার ফলে সেই মরশুমের আইপিএল থেকে নির্বাসিত হন তিনি। বিসিসিআইও পাঁচটি ম্যাচের জন্য তাঁকে নির্বাসনে পাঠায়।