আজকাল ওয়েবডেস্ক: চার ম্যাচে তিন জয়। এবার তরতর করে এগোচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিরাট থেকে অধিনায়ক রজত পতিদার। রান পাচ্ছেন। বোলাররাও উইকেট তুলে নিচ্ছেন। অতীতে বড় বড় তারকা এনেও সাফল্য পায়নি আরসিবি। বরাবর এক দু’জনের পারফরম্যান্সের উপর নির্ভর করত তাঁরা। কিন্তু এবার দলের সবাই পারফর্ম করছেন।
ইতিমধ্যেই ইডেনে কলকাতা, চিপকে চেন্নাই, ওয়াংখেড়েতে মুম্বইকে হারিয়েছে আরসিবি। অধিনায়ক হিসেবে একটি বিরল কৃতিত্ব করে ফেলেছেন রজত পতিদার। আইপিএল ইতিহাসে তিনি প্রথম অধিনায়ক যিনি একই মরসুমে ওয়াংখেড়েতে গিয়ে জিতেছেন। কলকাতায় জিতে গিয়েছেন। চিপকেও জয় পেয়েছেন। এই বিরল নজির পতিদারের পাশাপাশি করেছে আরসিবিও। ২০১২ সালে এই নজির গড়েছিল পাঞ্জাব কিংস। কিন্তু সেবার দুই জন আলাদা অধিনায়কের নেতৃত্বে এসেছিল জয়। কলকাতায় কেকেআরকে হারিয়েছিল অ্যাডাম গিলক্রিস্টের নেতৃত্বে। আর ওয়াংখেড়ে ও চিপকে মুম্বই ও চেন্নাইকে হারিয়েছিল ডেভিড হাসির নেতৃত্বে।
তাই পতিদারই প্রথম অধিনায়ক যিনি একই মরসুমে কলকাতা, ওয়াংখেড়ে ও চিপকে জিতে আসলেন। কলকাতার বিরুদ্ধে ইডেনেও রান পেয়েছিলেন পতিদার। আর ওয়াংখেড়েতে দুর্দান্ত অর্ধশতরান করে ম্যাচের সেরা হয়েছেন।
