আজকাল ওয়েবডেস্ক: রোহিত শর্মা ব্যাট হাতে নামলেই ব্যর্থ হচ্ছেন। তাঁর ব্যাট আর আগের মতো কথা বলছে না। স্যর ডনের দেশে বর্ডার-গাভাসকর ট্রফিতে রোহিত ব্যর্থ হয়েছেন। ধেয়ে এসেছে ভক্তদের ট্রোলিং। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচেও হিটম্যান ব্যর্থই হলেন। সাত বল খেললেন। করলেন মাত্র ২ রান। সাকিব মাহমুদের বল মৃত্যু পরোয়ানা হয়ে ধরা দেয়।
ইংল্যান্ড প্রথমে ব্যাট করে ২৪৮ রান করে। ৫০ ওভারের ফরম্যাটে এমন কিছু রান নয়। কিন্তু সেই রানের জবাব দিতে নেমে রোহিত গুরুনাথ শর্মা দুই অঙ্কের রানই করতে পারলেন না। সময়ের গন্ডগোলে ফিরে গেলেন তিনি। আর তার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হল রোহিতকে ট্রোলিং।
এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লিখলেন, ''রোহিত ভাই তোমাকে এখন বয়ে বেড়াতে হচ্ছে। দয়া করে অবসর নাও। অনেক তরুণ প্রতিবার জায়গা তুমি খেয়ে নিচ্ছ।''
আরেক ক্রিকেট ভক্ত লিখেছেন, ''অবসর শব্দটা অবসর নিয়ে ফেলেছে কিন্তু রোহিত শর্মা নিচ্ছেন না।'' আরেক ভক্ত রোহিতকে খোঁচা দিয়ে লিখেছেন, ''রোহিত শর্মা এবার ওয়ানডেতে ফর্মে ফিরেছে।''
রোহিত শর্মাকে নিয়ে ট্রোলিং অব্যাহত। রোহিতও হারানো ফর্ম ফিরে পাচ্ছেন না।
