আজকাল ওয়েবডেস্ক: চলতি আইপিএলের শুরুটা খুবই খারাপ হয় রোহিত শর্মার। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফর্মে ফেরেন। মুম্বইয়ের জয়ে উল্লেখযোগ্য ভূমিকা নেন। কিন্তু রোহিতের পারফরম্যান্সে খুশি নন স্টিভ ওয়া। স্পষ্ট জানিয়ে দিলেন, আত্মতুষ্টি চলে এলে চলবে না। গা ছাড়া মনোভাবও দেখানোর সুযোগ নেই রোহিতের। ভারতীয় দলে টিকে থাকতে হলে আরও সক্রিয় হতে হবে তারকা ক্রিকেটারকে। আইপিএল শেষ হলেই ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ। তার আগে ভারতীয় দলে রোহিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। স্টিভ ওয়া মনে করেন, ইংল্যান্ড সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্ত রোহিতকেই নিতে হবে। জুনে ইংল্যান্ড টেস্ট দিয়ে শুরু হবে ভারতের ২০২৫-২০২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সাইকেল।
স্টিভ ওয়া বলেন, 'সম্পূর্ণটাই রোহিতের ওপর নির্ভর করছে। ওকেই এই সমস্যার সমাধান খুঁজে বের করতে হবে। আয়নার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করতে হবে, আমি কি এখনও ভারতীয় দলকে নেতৃত্ব দিতে চাই বা খেলতে চাই? আমার কি সেই দায়বদ্ধতা আছে? আমি কি তার জন্য যথাযথ সময় দিচ্ছি এবং পরিশ্রম করছি? দেশের হয়ে খেলা সম্মানের। আত্মতুষ্টি বা গা ছাড়া মনোভাবের কোনও জায়গা নেই।' ৩০ এপ্রিল ৩৮ বছরে পা দেবেন রোহিত। বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ তিন টেস্ট সিরিজে রান পাননি। বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট থেকে নিজেই সরে দাঁড়ান। রোহিতের ফর্মের বিচারে ইংল্যান্ড সিরিজে সুযোগ পাবেন কিনা সেটা সময়ই বলবে। অন্যদিকে টি-২০ লিগের রমরমায় টেস্ট ক্রিকেটের ভবিষ্যত নিয়ে চিন্তিত স্টিভ। তিনি বলেন, 'টেস্ট ক্রিকেট চাপে আছে। তবে এই ফরম্যাটকে বাঁচিয়ে রাখতে হবে। টি-২০ দারুণ। কিন্তু আসল ক্রিকেট টেস্ট। আমার বিশ্বাস, প্লেয়াররা এখনও টেস্ট ক্রিকেট খেলতে চায়। তাই এই ফরম্যাটকে বাঁচিয়ে রাখতেই হবে।' বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফরম্যাটে বদল আনতে চাইছে আইসিসি। টু টায়ার ফরম্যাট নিয়ে আলোচনা চলছে। কিন্তু এর পক্ষে নন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক। স্টিভ মনে করেন, এটা বিশ্ব ক্রিকেটে লাভজনক হবে না। সমস্ত দলের উন্নয়নে কাজে আসবে না এই পদ্ধতি।
