আজকাল ওয়েবডেস্ক:‌ অক্টোবরে অস্ট্রেলিয়া সিরিজ। টিম ইন্ডিয়া উড়ে যাবে ডন ব্র‌্যাডম্যানের দেশে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে। ওই সিরিজে খেলার কথা বিরাট ও রোহিতের। দুই তারকাই ইতিমধ্যে অনুশীলন শুরু করে দিয়েছেন। 


টেস্ট অবসরের পর দীর্ঘদিন ছুটি কাটিয়েছেন ভারতের ওয়ানডে অধিনায়ক। তবে অস্ট্রেলিয়া সিরিজে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন তিনি। তার আগে প্রাক্তন ভারতীয় কোচ অভিষেক নায়ারের সঙ্গে অনুশীলন শুরু করলেন রোহিত। সোশ্যাল মিডিয়ায় রোহিতের অনুশীলনের সেই ভিডিও ভাইরাল।


এটা ঘটনা, খাতায় কলমে এখনও ভারতের ওয়ানডে অধিনায়ক রোহিত শর্মা। কিন্তু কতদিন থাকবেন? সেটা এখন কোটি টাকার প্রশ্ন। শোনা যাচ্ছে, ২০২৭ বিশ্বকাপে আদৌ তাঁকে দলে রাখা হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। কোনও কোনও মহলে আবার এটাও বলা হচ্ছে, অস্ট্রেলিয়া সিরিজেই শেষ হবে তাঁর বর্ণময় কেরিয়ার। এসবের মধ্যে রোহিত অবিচল। ২০২৭ বিশ্বকাপ যে তিনি খেলতে চান সে অভিপ্রায় গোপন করেননি। আপাতত তাঁর লড়াই পুরোপুরি ফিট হয়ে মাঠে ফেরার চেষ্টায়। রোহিত চাইছেন, ২০২৭ বিশ্বকাপ দলকে জিতিয়ে সসম্মানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিতে। সমস্যা হল, সেটা করতে হলে আগামী দু’‌বছর নিয়মিত ভাল পারফর্ম করতে হবে তাঁকে। সেই সঙ্গে ফিট থাকতে হবে। যে কাজটা বেশ কঠিন। এই কঠিন কাজটি করার জন্য ভারতীয় দলের প্রাক্তন সহকারী কোচের উপর আস্থা রাখছেন তিনি।


আবার একাধিক সূত্রের দাবি, রোহিত ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত আদৌ ম্যাচ ফিট থাকতে পারবেন কিনা, সেটা নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড সংশয়ে। বোর্ড সূত্রের দাবি, ২০২৭ বিশ্বকাপের সময় তাঁর বয়স দাঁড়াবে ৪০ বছর। ততদিন রোহিত আদৌ আন্তর্জাতিক স্তরে খেলার মতো পরিস্থিতিতে থাকবেন কিনা সংশয় রয়েছে। ফিটনেস যে সমস্যা সেটা বুঝতে পারছেন রোহিত নিজেও। সেকারণেই আগামী দু’‌বছর খেলা চালিয়ে যাওয়ার জন্য প্ল্যানিং করে ফেলেছেন হিটম্যান। আপাতত নায়ারের তত্বাবধানেই অনুশীলন করবেন তিনি।


এদিকে, রোহিতের অনুশীলনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁর ভক্তরা কিছুটা হলেও স্বস্তিতে। রোহিত ভক্তদের বক্তব্য, অন্তত নিজেকে ফিট রাখার জন্য কসরত শুরু করেছেন হিটম্যান। 

 

আরও পড়ুন:‌ ২৩ কোটি ৭৫ লক্ষের ক্রিকেটারকে ছেড়ে দেবে কেকেআর?‌ জানুন ভেঙ্কটেশ কী বললেন...


অন্যদিকে, বিরাটও অনুশীলন শুরু করে দিয়েছেন। এখন তাঁর বয়স ৩৬। ২০২৭ বিশ্বকাপের সময় হবে ৩৮। এটা ঘটনা রোহিতের তুলনায় অনেকটাই ফিট আছেন বিরাট। তাছাড়া টেস্ট থেকে অবসরের সময় বিরাটকে বোর্ড কিন্তু সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলেছিল। রোহিতকে যা বলা হয়নি। 

এদিকে, রাজস্থান রয়্যালসে আর থাকতে চাইছেন না সঞ্জু স্যামসন। ফ্রাঞ্চাইজিকে এ কথা জানিয়েছেন। বলেছেন, তাঁকে রিলিজ করে দেওয়ার জন্য। এটা ঘটনা, ২০২৫ আইপিএলের সময় থেকেই সঞ্জুর সঙ্গে সম্পর্ক খারাপ হতে শুরু করে রাজস্থান রয়্যালসের। পরিস্থিতি এতটাই জটিল হয় যে, আইপিএল শেষে রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষকে সঞ্জু স্যামসন দল ছাড়ার ইচ্ছার কথা জানিয়ে দেন। রাজস্থানের হয়ে ১১ বছর আইপিএল খেলার পর হঠাৎ কী এমন ঘটল?‌