আজকাল ওয়েবডেস্ক: এশিয়া কাপে ভারতের অভিযান শুরুর দিন বোমা ফাটালেন সঞ্জয় মঞ্জরেকর। সর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় রাখলেন না রোহিত শর্মাকে। তাঁর সর্বকালের সেরাদের তালিকায় রয়েছেন সুনীল গাভাসকর, শচীন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং বিরাট কোহলি। কিন্তু ভারতের প্রাক্তন তারকার মতে, রোহিত তাঁর তালিকায় জায়গা পাবে না। এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর বলেন, 'রোহিত শর্মা বর্বকালের সেরা ব্যাটারদের তালিকায় জায়গা পাবে না। কারণ আমরা গাভাসকর, তেন্ডুলকর, দ্রাবিড় এবং বিরাটদের মতো কিংবদন্তিদের কথা বলছি। রোহিত সেই জায়গায় পৌঁছয় না।'
রোহিতকে সেরাদের তালিকায় না রাখলেও, তাঁর আত্মত্যাগের উল্লেখ করেন। তিনি মনে করেন, একদিনের ক্রিকেট, আত্মত্যাগ এবং নেতৃত্বের কথা ভাবলে, চোখ বন্ধ করে হিটম্যানের মুখ ভেসে উঠবে। ৫০ ওভারের বিশ্বকাপে রোহিত সম্পূর্ণ এক ভিন্ন ব্যক্তি। একদিনের বিশ্বকাপে তাঁর মতো ভয়ঙ্কর ক্রিকেটার নেই। বিশ্বকাপের ইতিহাসে ভারতীয়দের মধ্যে তৃতীয় সর্বোচ্চ রান তাঁর। সার্বিকভাবে চতুর্থ স্থানে আছেন। ২৮ ম্যাচে ১৫৭৫ রান। গড় ৬০.৫৭। সর্বোচ্চ রান ১৪০। একটি বিশ্বকাপে সবচেয়ে বেশি শতরান রোহিতের। ইউকেতে ২০১৯ বিশ্বকাপে পাঁচটি শতরান করেন। ৯ ম্যাচে ৬৪৮ রান করেন। গড় ৮১। ঘরের মাঠে দ্বিতীয় বিশ্বকাপেও ধারাবাহিকতা বজায় রাখেন। দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী হন। ১১ ম্যাচে ৫৯৭ রান করেন। গড় ৫৪.২৭। স্ট্রাইক রেট ১২৫। একটি শতরান এবং তিনটে অর্ধশতরান করেন।
তালিকায় না রাখলেও, রোহিতের প্রশংসায় পঞ্চমুখ ভারতের প্রাক্তনী। মঞ্জরেকর বলেন, 'একদিনের ক্রিকেট, আত্মত্যাগ এবং নেতৃত্বের কথা ভাবলে, রোহিত শর্মার নাম উল্লেখ করতে হবে। বিশেষ করে ২০২৩ বিশ্বকাপের পর। ওর জন্য মানুষের ভালবাসা অন্য পর্যায়। সবাই দেখেছে ও কখনও নিজের কথা ভাবেনি। দলের জন্য নিজের উইকেট ছুড়ে দিতে তৈরি ছিল। সেটাই ওর বিশেষত্ব। সাদা বলের ক্রিকেটে আধিপত্য বিস্তার করতে পারে। এক ইনিংসে প্রায় ৩০০ রান করে দিচ্ছিল। কিন্তু সর্বকালের সেরাদের কথা বলতে হলে, টেস্টের গুরুত্ব অনেক বেশী। আমার মনে হয় না লাল বলের ক্রিকেটে ও খুব বেশি অবদান রাখতে পেরেছে।' বর্তমানে শুধু ৫০ ওভারের ক্রিকেট খেলছেন রোহিত। সব ফরম্যাট মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রানের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন রোহিত। তাঁর রান ১৯,৭০০। ১৭ বছরের টি-২০ কেরিয়ারে, মোট ২০৫টি ছয় মারেন। যা সর্বোচ্চ। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে একমাত্র ব্যাটার হিসেবে দুশোর বেশি ছয় মারেন। ভারতের হয়ে দ্রুততম টি-২০ শতরানের মালিক রোহিত। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাত্র ৩৫ বলে শতরান করেন।
