আজকাল ওয়েবডেস্ক: শনিবার বিসিসিআইয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমনিতেই ভারত অধিনায়ক হাসিখুশি মেজাজে থাকতে ভালবাসেন। এদিনও সেই একই মেজাজে দেখা গেল তাঁকে। নিজের রসিকতার পরিচয় দিলেন তিনি।  অনুষ্ঠান চলাকালীন একটি প্রশ্ন উত্তরের পর্ব চলছিল ভারতের মহিলা ক্রিকেট দলের স্ট্যান্ড-ইন ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং রোহিত শর্মার মধ্যে। সেই সময় স্মৃতি রোহিতকে একটি মজার প্রশ্ন করেন। তিনি জানতে চান, রোহিতের এমন কোনও শখ আছে কী যেটা নিয়ে তাঁর সতীর্থদের খোঁচা খেতে হয় তাঁকে? প্রশ্ন শুনে হেসে ওঠেন সকলেই। রোহিতও মজার ছলে উত্তর দেন স্মৃতির প্রশ্নের।

 

তিনি স্বীকার করেন, তাঁর কোনও শখের জন্য নয় তবে তাঁর সতীর্থরা মাঝেমধ্যেই তাঁকে ভুলে যাওয়ার জন্য খোঁচা দেন। এর আগেও একাধিক সাক্ষাৎকারে জানা গিয়েছে, রোহিত শর্মা বিভিন্ন জিনিস জরুরি সময়ে ভুলে গিয়েছেন যেমন পাসপোর্ট বা ওয়ালেটের মত গুরুত্বপূর্ণ জিনিসও। তবে রোহিত হাসতে হাসতে বলেন, 'এই অভিযোগ একেবারেই ঠিক নয়। এ রকম ঘটনা দু'দশক আগের ব্যাপার! "ভুলে যাওয়া কোনো শখ নয়। ক্রিকেটারদের মতে আমি নাকি ওয়ালেট ভুলে যাই, পাসপোর্ট ফেলে আসি, যা একেবারেই সত্যি নয়। এসব ঘটনা অনেক আগের।'

 

 

?ref_src=twsrc%5Etfw">February 1, 2025

 

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বর্তমানে আসন্ন ইংল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন রোহিত শর্মা। এই সিরিজটিকে ভারতীয় দল আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফির মূল প্রস্তুতি হিসেবে দেখছে। ভারত তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে। এরপর ২৩ ফেব্রুয়ারি হাই-ভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে মেন ইন ব্লু। ২ মার্চ নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে ভারত।