আজকাল ওয়েবডেস্ক: লাল বলের ক্রিকেট জীবন কি শেষ হয়ে গেল রোহিত শর্মার? সিডনি টেস্টে খেলার সম্ভাবনা ক্রমশ কমছে ভারত অধিনায়কের। প্র্যাকটিসে‌ যশপ্রীত বুমরার সঙ্গে গৌতম গম্ভীরের দীর্ঘক্ষণের আলোচনা থেকেই তার একটা ইঙ্গিত মিলেছিল। এবার জল্পনা সত্যি হতে চলেছে। সূত্রের খবর, সিডনি টেস্টে বিশ্রাম দেওয়া হচ্ছে রোহিতকে। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন যশপ্রীত বুমরা। একেবারেই ছন্দে নেই রোহিত। তিন টেস্টে মাত্র ৩১ রান করেন। প্রথম টেস্টে ছিলেন না। দ্বিতীয় সন্তানের জন্মের জন্য দলের সঙ্গে দেরীতে যোগ দেন। কিন্তু বাকি তিন সাফল্য পাননি। টানা ব্যর্থ হন। বুমরার নেতৃত্বে পারথ টেস্ট ২৯৫ রানে জেতে ভারত। 

সাংবাদিক সম্মেলনে রোহিতের খেলা নিয়ে কোনও মন্তব্য করেননি গম্ভীর। জানান, ম্যাচের আগে পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এককথায় রোহিত প্রসঙ্গ এড়িয়ে যান। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার সম্ভবনা ক্ষীণ, তবে অসম্ভব নয়। আশা জিইয়ে রাখতে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ টেস্ট ম্যাচ জিততেই হবে। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট। সিডনি টেস্ট জিতলেও শ্রীলঙ্কার রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে টিম ইন্ডিয়াকে।