আজকাল ওয়েবডেস্ক: রেকর্ডের হাতছানি রোহিত শর্মার সামনে। তিন ম্যাচের একদিনের সিরিজে পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের নজির ছাপিয়ে যাওয়ার হাতছানি রয়েছে হিটম্যানের সামনে। আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সবচেয়ে বেশি ছয়ের মালিক রোহিত। এবার একদিনের ক্রিকেটেও সেটা হওয়ার হাতছানি রয়েছে। একদিনের আন্তর্জাতিকে সবোর্চ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড শহিদ আফ্রিদির দখলে। পাকিস্তানের প্রাক্তন অধিনায়কের থেকে আটটি ছয় কম রোহিতের। একদিনের ক্রিকেটে ৩৪৪টি ছয় রয়েছে হিটম্যানের। আফ্রিদির ছয়ের সংখ্যা ৩৫১। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে যদি সেটা পেরিয়ে যেতে পারেন, তাহলে একদিনের ক্রিকেটেও সর্বোচ্চ ছয়ের মালিক হবেন তিনি। 

এছাড়াও আরও একটি নজিরের হাতছানি রয়েছে রোহিতের সামনে। একদিনের ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩৫০টি ছয় মারার রেকর্ড করতে পারেন রোহিত। ৩৯৮ ম্যাচে এই মাইলস্টোনে পৌঁছন আফ্রিদি। সেখানে মাত্র ২৭৩ ম্যাচ খেলে ৩৪৪ ছয়ে‌ পৌঁছে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। টি-২০ তে তাঁর ছয়ের সংখ্যা ২০৫। টেস্টে ৮৮। একদিনের ক্রিকেটে ৩৪৪। সব ফরম্যাট মিলিয়ে ৬৩৭টি ছয় মেরেছেন রোহিত। আন্তর্জাতিক ক্রিকেটে ছয়ের সংখ্যা সবচেয়ে এগিয়ে। সদ্য একদিনের ক্রিকেটে শুভমন গিলের কাছে নেতৃত্ব খোয়ান। কিন্তু অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার বিষয়ে উদগ্রীব রোহিত। ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে চান রোহিত। যদিও মার্কি ইভেন্ট পর্যন্ত খুব বেশি একদিনের ম্যাচ খেলার সুযোগ নেই। 

১৯ অক্টোবর থেকে শুরু হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। অধিনায়ক না থাকলেও ব্যাটার হিসেবেই নিজেকে মেলে ধরতে চান প্রাক্তন অধিনায়ক। রোহিত বলেন, 'আমি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে ভালবাসি। ওখানে যেতে পছন্দ করি। অস্ট্রেলিয়ার লোকজন ক্রিকেট ভালবাসে।' হিটম্যানের কথা থেকে বোঝা যায়, আবার বাইশ গজে ফেরার জন্য উদগ্রীব তিনি। আইপিএলের পর থেকে ক্রিকেটের সঙ্গে কোনও সম্পর্ক নেই রোহিতের। মাঝের সময় ফিটনেসে নজর দেন। প্রায় দশ কেজি ওজন কমান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে নামার জন্য আর তর সইছে না তাঁর। ১৫ অক্টোবর দুই ভাগে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হবে ভারতীয় দল। দিল্লিতে দলের সঙ্গে যোগ দেবেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স ‌আইয়ার।