আজকাল ওয়েবডেস্ক: এমনও হতে পারে। বিয়ের আসরে ঢুকে পড়লেন রোহিত শর্মা। জানা গেছে, এক যুগলের বিয়ের আগের ফটোশুটের মাঝে হঠাৎ ঢুকে পড়েন ভারতীয় দলের ক্রিকেটার। এই ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, রোহিত যেখানে শরীরচর্চা করেন, সেই জিমের বাইরে ফটোশুট করছিলেন যুগল। রোহিত জিম করতে করতে তা দেখতে পান। তখনই তাঁর মাথায় এই বুদ্ধি আসে। তিনি একটি স্পিকারে ‘মেরে ইয়ার কি শাদি হ্যায়’ বাজিয়ে জানলা থেকেই নাচতে শুরু করেন।
রোহিতকে দেখে প্রথমে চমকে গেলেও পরে নিজেদের আনন্দ ধরে রাখতে পারেননি যুগল। যুবককে দেখা যায়, রোহিতকে হাতজোড় করে নমস্কার করছেন। যুবতী বলেন, ‘এটা আমার জীবনের সেরা মুহূর্ত।’ সেখানে উপস্থিত বাকিরাও এই চমকের জন্য প্রস্তুত ছিলেন না। যুগলকে হাতের ইশারায় বিয়ের শুভেচ্ছা জানান রোহিত।
চ্যাম্পিয়ন্স ট্রফির পর ২২৪ দিন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে ছিলেন রোহিত। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক দিনের সিরিজে ফেরেন তিনি। প্রথম ম্যাচে ৮ রান করলেও পরের দুই ম্যাচে ৭৩ ও ১২১ রান করেন ভারতের প্রাক্তন অধিনায়ক। সিরিজের সেরা হন তিনি।
এটা ঘটনা, টি–টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর এখন শুধু একদিনের ক্রিকেট খেলেন রোহিত। তাঁর পরের লক্ষ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ। তারই প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি। গত কয়েক মাসে ১০ কেজি ওজন ঝরিয়েছেন রোহিত। দু’দিন আগে শারদ পওয়ার স্টেডিয়ামে মুম্বই বনাম হিমাচল প্রদেশ রঞ্জি ম্যাচেও পৌঁছে গিয়েছিলেন রোহিত। সেখানকার নেটেও যান তিনি। মহিলাদের বিশ্বকাপ ফাইনালে ভারত–দক্ষিণ আফ্রিকা ম্যাচ দেখতে ডিওয়াই পাটিল স্টেডিয়ামেও গিয়েছিলেন রোহিত। পুরো ম্যাচ দেখেন তিনি। ভারত বিশ্বকাপ জেতার পর রোহিতের চোখে জল দেখা গিয়েছিল। বোঝা যাচ্ছিল, কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছেন তিনি।
রোহিত বার বার জানিয়েছেন, ২০২৭ সালের একদিনের বিশ্বকাপ খেলতে চান তিনি। তবে ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকার ও প্রধান কোচ গৌতম গম্ভীর স্পষ্ট করে দিয়েছেন, বিশ্বকাপের দলে রোহিতের জায়গা নিশ্চিত নয়। রোহিত জানেন, বিশ্বকাপ খেলতে হলে ধারাবাহিকতা দেখাতে হবে। সেই প্রস্তুতিই শুরু করেছেন তিনি।
