আজকাল ওয়েবডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পরেই কনিষ্ঠ ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেছিলেন রোহিত শর্মা। 

সর্বভারতীয় স্তরের একটি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, রোহিত শর্মা আবার  টি-টোয়েন্টি ফরম্যাটে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। 

হিটম্যান মুম্বই ক্রিকেট সংস্থাকে জানিয়েছেন, চলতি মাসের ১২ থেকে ১৮ পর্যন্ত সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলবেন তিনি। দক্ষিণ আফ্রিকা সিরিজের পরে            জানুয়ারির ১১ তারিখ পর্যন্ত ভারতের আর কোনও ওয়ানডে ম্যাচ নেই। 

সেই কারণে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অংশ নেবেন রোহিত। এলিট গ্রুপ এ-তে মুম্বই চারটি ম্যাচই জিতেছে। নক আউট পর্বে ওঠার ব্যাপারে আশাবাদী তারা। 

মুম্বই ক্রিকেট সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মুম্বইয়ের হয়ে নক আউট পর্বে খেলার জন্য ইচ্ছাপ্রকাশ করেছে রোহিত। 

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি ওয়ানডে সিরিজে দুরন্ত ছন্দে রয়েছেন বিরাট কোহলি। পর পর দুটো ম্যাচে তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন। রোহিতও ছন্দে ধরা দিচ্ছেন। 

ভারত-দক্ষিণ আফ্রিকা ওয়ানডে সিরিজ এখন ১-১। শনিবার তৃতীয় ওয়ানডে। সেই সিরিজে কী হবে, তার উত্তর দেবে সময়। তবে ঘরোয়া টুর্নামেন্টে রোহিতকে খেলতে দেখতে মাঠে ভিড় জমাবেন ভক্তরা, এ কথা বলে দেওয়াই যায়।