আজকাল ওয়েবডেস্ক:  ভারতের প্রাক্তন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন চান বিরাট কোহলি ও রোহিত শর্মা ২০২৭ বিশ্বকাপ খেলার ব্যাপারে সিরিয়াস। অশ্বিন চান দুই মহাতারকা ইন্ডিয়া এ দলের হয়ে খেলুন। এমনকী বিজয় হাজারেতেও খেলুন রোহিত ও কোহলি। অশ্বিন বলছেন, "রোহিতের অধিনায়কত্ব নিয়ে বিতর্কের কিছু নেই। কিন্তু ২০২৭ বিশ্বকাপের কি দিকনির্দেশ করছে? নির্বাচক কমিটি এবং কোচের জিজ্ঞাসা করা প্রশ্নটিই এটাই। তাদের মধ্যে স্পষ্টতই আলোচনা হয়েছে এবং দুটি বিষয় উঠে এসেছে, এক, কোহলি এবং রোহিত আমাদের ২০২৭ বিশ্বকাপ পরিকল্পনায় নেই। দুই, যদি তাদের সত্যিই অন্তর্ভুক্ত করা হয়, তাহলে তারা কি ২০২৭ সালের আইসিসি টুর্নামেন্ট পর্যন্ত তাদের ফর্ম বজায় রাখতে পারবে? দুটোই বড় প্রশ্ন।"

অশ্বিনের সংযোজন,  ''একদিকে নির্বাচন। অন্যদিকে রোহিত ও কোহলি। একই মুদ্রার দুটো পিঠ। নির্বাচন দেখে মনে হচ্ছে নির্বাচকরা সামনের দিকেই তাকাচ্ছেন। ওদের সার্ভিস পেতে হলে ইন্ডিয়া এ দলের হয়ে ওরা খেলতে পারে। বিজয় হাজারে ট্রফিতেও খেলতে পারে।'' 

আরও পড়ুন: 'শিকড় ভুলে গিয়েছে ওরা', দ্বিতীয় টেস্টের আগে ওয়েস্ট ইন্ডিজকে খোঁচা গিলের ...

শেষপর্যন্ত তিন ম্যাচের একদিনের সিরিজের আগে শুভমনকে অধিনায়ক ঘোষণা করা হয়। একটি রিপোর্ট অনুযায়ী, দলের সংস্কৃতি নষ্ট করতে চায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। অজিত আগারকর স্পষ্ট জানিয়ে তিনজন অধিনায়ক তত্ত্বে বিশ্বাসী নয় তাঁরা। তিন ফরম্যাটে তিন নেতা থাকা সম্ভব নয়। একটি সর্বভারতীয় সংবাদপত্রের রিপোর্ট অনুযায়ী, নির্বাচকরা রোহিতকে নিজের মর্জি মতো চলতে দিতে চায়নি। তাঁদের ভয়, সেটা দলের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বোর্ডের এক সূত্র বলেন, ''রোহিতের পর্যায়ের একজন অধিনায়ক থাকলে ড্রেসিংরুমে ওর দর্শন চলবে। তবে ও শুধু একদিনের আন্তর্জাতিকে খেলবে। যে ফরম্যাট সবচেয়ে কম খেলা হয়। যা দলের সংস্কৃতি নষ্ট করতে পারে।''
তিনি আরও বলেন, ''দু'জনের কেরিয়ার প্রায় শেষ হতে চলেছে। এরকম মহান ক্রিকেটারদের সামলানোর উপায় আরও উন্নত করা দরকার।'' রিপোর্টে বলা হয়েছে, হেড কোচের দায়িত্ব নেওয়ার পর প্রথম ছয় মাস কিছুটা ব্যাকসিটে ছিলেন গৌতম গম্ভীর। ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং বর্ডার-গাভাসকর সিরিজ হারের পর হস্তক্ষেপ করেন গম্ভীর। বোর্ডের সূত্র বলেন, ''হেড কোচের দায়িত্ব পাওয়ার পর প্রথম ছয় মাস গম্ভীর টেস্টে এবং একদিনের সিরিজে খুব একটা হস্তক্ষেপ করেনি। কিন্তু নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর মাথা ঘামাতে শুরু করেন।''

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর মাথা ঘামাতে শুরু করেন।' অস্ট্রেলিয়ায় গিলের নেতৃত্বে খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত দুই মহাতারকা টানতে পারবে কিনা সেই নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। দুই তারকার ফর্মের ওপর সেটা অনেকটাই নির্ভর করবে। বোর্ডের সূত্র জানান, 'এটা গম্ভীর এবং আগরকরের যৌথ উদ্যোগ। দু'বছর পরও ফর্মের শীর্ষে থাকা ওদের জন্য কঠিন হবে। দু'জনেরই বয়স তখন প্রায় ৪০ এর কাছাকাছি হয়ে যাবে। যদি রোহিত এবং বিরাটের ফর্ম হঠাৎ পড়ে যায়সেক্ষেত্রে বিপাকে পড়তে পারে নির্বাচকরা। দলের মধ্যে ঝামেলার সূত্রপাত হবে। ইংল্যান্ড সফরের আগে আচমকা দু'জন টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ায় সাময়িকভাবে বিপদে পড়ে গিয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বুমরাকে ছাড়া ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডে জোড়া টেস্ট জেতে ভারত।''

আরও পড়ুন: রোহিতকে সরিয়ে নেতা হবেন তিনি, আগাম জানতেন গিল, 'আমার কাছে আগেই খবর ছিল' ...