আজকাল ওয়েবডেস্ক: প্রত্যেক টেস্টের প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয় ভারতীয় দলকে ভোগাচ্ছে। দীর্ঘ বছর পর ঘরের মাঠে প্রথম টেস্ট সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারত। তার আগে এমন স্বীকার করে নিলেন টিম ইন্ডিয়ার বোলিং কোচ মর্নি মরকেল। প্রথম টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৫৬ রানে শেষ হয় ভারতের ইনিংস। যার ফলে ম্যাচের রাশ চলে যায় নিউজিল্যান্ডের হাতে। পুনে টেস্টের দ্বিতীয় দিনের শেষে ব্যাটিং ব্যর্থতা নিয়ে সরাসরি অসন্তোষ প্রকাশ করলেন ভারতের বোলিং কোচ। মরকেল বলেন, 'আমি ব্যাটার এবং বোলারদের মধ্যে পার্থক্য করতে চাই না। তবে টেস্ট ম্যাচে প্রথম ইনিংসে রান করতে হয়। আমরা সেটা করতে পারিনি। আমাদের ব্যাটিং লাইন আপে বিশ্বমানের প্লেয়াররা আছে। আমি জানি ব্যক্তিগতভাবে তাঁরা আপ্রাণ চেষ্টা করছে।'
দ্বিতীয় ইনিংসে ভাল ব্যাটিংয়ের প্রত্যাশায় মরকেল। ঠিক যেমনটা হয়েছিল বেঙ্গালুরুতে। মরকেল বলেন, 'আশা করছি আমরা ভুলগুলো শুধরে ফেলতে পারব। এই মুহূর্তে সেগুলো আমাদের আঘাত করছে। আমরা বড় রান তুলতে পারছি না। তবে দলে প্রচুর অভিজ্ঞতা আছে। ক্রিকেটবোধ আছে। ভুল শোধরানো সম্ভব। আশা করছি দ্বিতীয় ইনিংসে আমরা জবাব দেব। দল কীভাবে বাউন্স ব্যাক করতে পারে এবং এই পরিস্থিতিতে কী জবাব দিতে পারে, সেটা দেখার অপেক্ষায় আমি।' এই জায়গা থেকেও কি ঘুরে দাঁড়ানো সম্ভব? আশা ছাড়ছেন না টিম ইন্ডিয়ার বোলিং কোচ। জানান, ম্যাচ এবং সিরিজ হার বাঁচাতে নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে রোহিত, কোহলিদের। মরকেল বলেন, 'আমাদের বিশ্বাস রাখতে হবে। এটা মজার খেলা। আমাদের ক্রিকেটাররা সাধারণত আগ্রাসী। তারমধ্যে অনেকেই এই পরিস্থিতির সঙ্গে অবগত। এইসমস্ত পরিবেশ এবং পরিস্থিতিতে আমরা মাস্টার। আমরা জানি কীভাবে খেলতে হয়। তবে সত্যি বলতে, কাজটা সহজ হবে না। তবে লড়াই চালিয়ে যেতে হবে। কঠিন পরিবেশ এবং পরিস্থিতিতেই আসল প্লেয়ার ঘুরে দাঁড়ায়। সেটা করতে পারলে, মোমেন্টাম পেয়ে গেলে, কী হবে কেউ জানে না।' নিউজিল্যান্ডের বোলিংয়ের প্রশংসা করলেন তিনি। মরকেল মনে করেন, শ্রীলঙ্কার কাছে দুরমুশ হলেও, ভারতের বিরুদ্ধে খেলতে আসার আগে যথাযথ প্রস্তুতি নিয়ে এসেছে নিউজিল্যান্ড। এর কৃতিত্ব কিউয়িদের দিলেন।
