আজকাল ওয়েবডেস্ক : সেপ্টেম্বরের শুরুতেই হবে দলীপ ট্রফি। এবার বোর্ডের নির্দেশ অনুযায়ী একঝাঁক ভারতীয় ক্রিকেটার এই ঘরোয়া টুর্নামেন্টে খেলবে। কিন্তু এই তালিকায় নেই রোহিত শর্মা, বিরাট কোহলি এবং যশপ্রীত বুমরা। কিন্তু সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, ভারতের তারকা ত্রয়ীর দলীপ ট্রফিতে খেলা উচিত ছিল। সামনেই লম্বা টেস্ট মরশুম। টানা দশটা টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। শুরু ১৯ সেপ্টেম্বর। ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্ট খেলবেন রোহিত, বিরাটরা। তারপর নভেম্বরে ঐতিহাসিক বর্ডার-গাভাসকর ট্রফি। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচ টেস্টের সিরিজ খেলবে ভারত। দলীপ ট্রফিতে না অংশ নেওয়ায়, তার আগে খুব বেশি লাল বলের ক্রিকেট খেলার সুযোগ পাবেন না ভারতীয় ক্রিকেটের দুই মহাতারকা। মার্চে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন রোহিত। জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ খেলেন বিরাট। এদিকে টি-২০ বিশ্বকাপের পর আর মাঠে দেখা যায়নি বুমরাকে।‌ লম্বা বিরতি দেওয়া হয়েছে ভারতীয় পেসারকে। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সিরিজে তাঁকে দেখা যায়নি। 

শ্রীলঙ্কা সিরিজে স্পিনের বিরুদ্ধে ভারতীয় ব্যাটিং প্রশ্নের মুখে পড়ে। ২৭ বছর পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারে ভারত। রোহিতদের ৩০ উইকেটের মধ্যে ২৮ উইকেট নেয় লঙ্কার স্পিনাররা। সেই কারনেই মঞ্জরেকর মনে করেন, রোহিত-বিরাটের দলীপ ট্রফিতে খেলা উচিত ছিল। তিনি বলেন, 'গত পাঁচ বছরে ভারতীয় দল ২৪৯ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। তারমধ্যে রোহিত ৫৯ শতাংশ ম্যাচ খেলেছে। বিরাট খেলেছে ৬১ শতাংশ। বুমরা ৩৪ শতাংশ। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে তিনজনই প্রচুর পরিমাণে বিশ্রাম পেয়েছে। তাই দলীপ ট্রফিতে তিনজনই খেলতে পারত।' বাংলাদেশ সিরিজেও হয়তো দেখা যাবে না বুমরাকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরবেন। তবে রোহিত এবং বিরাট খেলবেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল বাদে ২০২৫ আগস্টের মধ্যে ১৫টি টেস্ট ম্যাচ খেলবে ভারত। দলীপ ট্রফিতে লম্বা টেস্ট মরশুমের প্রস্তুতি নেবে ভারতীয় ক্রিকেটাররা।