আজকাল ওয়েবডেস্ক: মজা করে সবাই তাঁকে বলেন মেসির বডিগার্ড। যেখানে মেসি, সেখানেই তিনি। তিনি রডরিগো ডি পল। আর্জেন্টাইন তারকা। মেসির প্রিয় পাত্র। কাতার বিশ্বকাপ জয়ী নীল-সাদা জার্সিধারীদের অন্যতম সদস্য। সেই রডরিগো দি পল আবার ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ। ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন বেশিদিন হয়নিমেসির ভারত সফরে এলএম ১০-এর সঙ্গী হবেন রডরিগো ডি পল।

মেসির ঘনিষ্ঠ বন্ধু তিনি। বার্সায় মেসির সঙ্গে তিনি ফুল ফুটিয়েছেন। এখন আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে ইন্টার মায়ামিতে খেলেন। তিনি উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ। তিনিও মেসির সঙ্গী হতে চলেছেন ভারত সফরে। তারকার মেলা হবে ভারতে।

মেসিকে ভারতে আনার ভগীরথ শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন। তিনি লিখেছেন, ''গেম-সেট-ম্যাচ। এবার নিশ্চিত এবং একই সঙ্গে অফিসিয়াল--বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সুপার স্টার রডরিগো দি পল এবং উরুগুয়ানবার্সেলোনার কিংবদন্তি লুইস সুয়ারেজ লিওনেল মেসির গোট সফরে সঙ্গী হবেন। ভামোস''

মেসির সামনেই ডার্বি হবে ১৩ ডিসেম্বর। যে দল জিতবে, সেই দল মেসির হাত থেকে ট্রফি পাবে। শতদ্রু দত্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ''মেসিকে বলেছিলাম কলকাতা ডার্বির কথা। তাই আমার ছোট্ট ট্রিবিউট টু কলকাতা। ১৩ ডিসেম্বর মোহনবাগান মেসি অল স্টারস বনাম ইস্টবেঙ্গল মেসি অল স্টারস। দুই দলেই থাকবে অনেক দেশি-বিদেশি ফুটবল তারকা। এগারো জনের সিরিয়াস ম্যাচ হবে। মেসি দেখবে মিনি ফ্রেন্ডলি ডার্বি''

শীতের কলকাতায়, বড়দিনের শহরের উষ্ণতা বাড়িয়ে দেবেন মেসি। সব মিলিয়ে রাজসূয় এক যজ্ঞ হতে চলেছে কলকাতায়। ১৪ বছর আগে মায়ানগরীতে খেলে গিয়েছেন মেসি। সেই মেসি এবার নতুন করে দেখবেন শহর কলকাতা।