আজকাল ওয়েবডেস্ক: আইপিএল নিলামে আকাশছোঁয়া দামে ঋষভ পন্থকে কিনেছে সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। জেদ্দার নিলামে পন্থের দাম উঠেছে ২৭ কোটি টাকা। এহেন পন্থের ব্যাটিং পজিশন নিয়ে ইঙ্গিত দিয়েছেন এলএসজি-র কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। আগামী আইপিএলে পন্থ ওপেন করতে পারেন। আবার তাঁকে তিন নম্বরে ব্যাট করতে পাঠানোও হতে পারে।
সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন,''আইডেন মার্করাম এবং মিচেল মার্শ, মার্শ এবং ঋষভ পন্থ অথবা মার্করাম ও ঋষভ। ঋষভ তিনে নাকি দুইয়ে নামবে, সেটা স্থির করতে হবে এবার। এই সিদ্ধান্তগুলো আমার ক্ষমতা এবং দক্ষতার বাইরে।'' দেশের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়ার সঙ্গে ইউটিউবে কথা বলার সময়ে এই কথাগুলো বলেন সঞ্জীব গোয়েঙ্কা। লখনউ সুপার জায়ান্টসের কর্ণধারের এহেন মন্তব্যের পর জানা যাচ্ছে, এলএসজি-র হয়ে ওপেন করতে পারেন মিচেল মার্শ, তার সঙ্গে জুটি বাঁধতে পারেন হয় ঋষভ পন্থ না হয় মার্করাম।
আগামী আইপিএলে লখনউ সুপার জায়ান্টসকে নেতৃত্ব দেবেন কে? ভক্তদের মধ্যে সন্দেহ রয়েছে হয় পন্থ না হয় নিকোলাস পুরানের হাতে নেতৃত্বের আর্মব্যান্ড উঠবে। সঞ্জীব গোয়েঙ্কা বলছেন, ''সমর্থকরা দ্রুতই জানতে পারবেন। আমি লোককে সারপ্রাইজ দিই না। কে নেতৃত্ব দেবে, আগে থেকেই স্থির হয়ে গিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই আমাদের অধিনায়কের নাম ঘোষণা করব।''
উল্লেখ্য, পন্থকে দলে নেওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছিলেন, ভারতের তরুণ উইকেট কিপারের জন্য তারা একপ্রকার প্রস্তুত হয়েছিলেন। সঞ্জীব গোয়েঙ্কা বলেন, ''আমরা ২৬ কোটি ধরে রেখেছিলাম পন্থের জন্য। সেই নিরিখে বিচার করলে ২৭ একটু বেশিই বটে। তবে পন্থ দুর্দান্ত একজন প্লেয়ার। ওকে পেয়ে আমরা খুব খুশি। ম্যাচ উইনার পন্থ। আমার মনে হয় লখনউয়ের ভক্তরা পন্থকে পেয়ে খুব খুশি।''
