আজকাল ওয়েবডেস্ক:‌ হেডিংলে টেস্টের দুই ইনিংসেই শতরান। যার ফলে টেস্টে ব্যাটারদের তালিকায় আরও একধাপ উঠে ষষ্ঠ স্থানে চলে এলেন ঋষভ পন্থ। শীর্ষে থাকা ব্যাটার জো রুটের থেকে মাত্র ৮৮ পয়েন্ট পিছিয়ে তিনি। পন্থের বর্তমান র‌্যাঙ্কিং পয়েন্ট ৮০১। 


এটা ঘটনা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তিনি দ্বিতীয় উইকেটরক্ষক যিনি এক টেস্টের দুই ইনিংসেই শতরান করেছেন। ২০২২ সালে কেরিয়ারের সেরা পাঁচ নম্বরে উঠে এসেছিলেন তিনি। এবার আছেন ছয় নম্বরে। চার নম্বর স্থান ধরে রেখেছেন ভারতের যশস্বী জয়েসওয়াল। অধিনায়ক শুভমান গিল একধাপ নেমে আছেন ২১ নম্বরে।
এক ও দুই নম্বরে আছেন দুই ইংরেজ জো রুট ও হ্যারি ব্রুক। কেরিয়ারের সেরা আট নম্বরে উঠে এসেছেন লিডস টেস্টে শতরান করা বেন ডাকেট। 


বোলারদের তালিকায় ৯০৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন জসপ্রীত বুমরা। দুই ও তিনে আছেন যথাক্রমে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডা ও অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। একধাপ উঠে চারে আছেন অস্ট্রেলিয়ার জশ হ্যাজলেউড। পাঁচে নেমে গিয়েছেন পাক স্পিনার নোমান আলি। 
টেস্টে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবীন্দ্র জাদেজা।