আজকাল ওয়েবডেস্ক: একবার-দু' বার নয়, সাত বার নার্ভাস নাইন্টিতে ফিরলেন ঋষভ পন্থ। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দু' বার, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশের পরে এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই নব্বইয়ের ঘরে গিয়েই থেমে গেলেন পন্থ। মাত্র এক রানের জন্য তিন অঙ্কের ম্যাজিক ফিগারে পৌঁছতে পারলেন না তিনি।
উইকেট কিপিং করার সময়ে বল হাঁটুতে লাগায় মাঠ ছেড়ে ছিলেন দ্বিতীয় দিন। দলের প্রয়োজনের সময়ে তিনি এবং সরফরাজ খান টিম ইন্ডিয়াকে টানলেন। যখন মনে হচ্ছে পন্থের সেঞ্চুরি সময়ের অপেক্ষা, ঠিক তখনই ছন্দপতন। পন্থ ফিরলেন ৯৯ রানে।
পন্থের আউট হয়ে ফিরে যাওয়া ভক্তদের হৃদয় ভেঙেছে। নব্বইয়ের ঘরে ফিরে নতুন নজির গড়লেন পন্থ। কিংবদন্তি শচীন তেণ্ডুলকর নব্বইয়ের ঘরে আউট হয়েছেন ১০ বার। জাতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় ৯ বার আউট হয়েছেন নার্ভাস নাইন্টিতে। সুনীল গাভাসকর, এমএস ধোনি ও বীরেন্দ্র শেহবাগ পাঁচ বার করে আউট হয়েছেন নব্বইয়ের ঘরে।
মাত্র এক রান করতে না পেরে চিন্নাস্বামীতে সেঞ্চুরি হাতছাড়া করলেন পন্থ। চতুর্থ উইকেট কিপার-ব্যাটার হিসেবে টেস্ট ফরম্যাটে ৯৯ রানে ফিরলেন পন্থ। তাঁর আগে ৯৯ রানে ফিরেছেন ব্রেন্ডন ম্যাকালাম, এমএস ধোনি, জনি বেয়ারস্টো।
