আজকাল ওয়েবডেস্ক: ডান হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়লেন ভারতের উইকেট কিপার ঋষভ পন্থ। উইকেট কিপিং করার সময়ে চোট পাওয়া জায়গাতেই ফের আঘাত পান তিনি। ভারত অধিনায়ক রোহিত শর্মা জানান, হাঁটু ফুলে গিয়েছে পন্থের। তাঁকে নিয়ে ঝুঁকি নিতে রাজি নয় টিম ম্যানেজমেন্ট। ২০২২ সালের ডিসেম্বরে ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় হাঁটুতেই মারাত্মক চোট লেগেছিল পন্থের। 

বৃহস্পতিবার নিউজিল্যান্ডের ইনিংসের ৩৭-তম ওভারের ঘটনা। রবীন্দ্র জাদেজার ওভারে ডেভন কনওয়েকে স্টাম্প করার সুযোগ নষ্ট করেন ভারতের উইকেট কিপার। সেই সময়ে তাঁর ডান পায়ে চোট লাগে। খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়েন পন্থ। তাঁর পরিবর্তে কিপিং করার জন্য মাঠে আসেন ধ্রুব জুড়েল। 

খেলার শেষে রোহিত বলেন, ''দুর্ভাগ্যবশত পন্থের হাঁটুতে লাগে। যে পায়ে ওর অস্ত্রোপচার হয়েছিল, সেই পায়েই আঘাত পায়। চোট পাওয়ায় পা হাঁটু ফুলে গিয়েছে পন্থের। ঋষভ নিজেও আর ঝুঁকি নিতে চাইচিল না। কারণ ওই পা-তেই বড়সড় অস্ত্রোপচার হয়েছিল। সেই কারণেই মাঠ ছেড়ে চলে যায়।'' 

পন্থের চোট রোহিত ব্রিগেডকে সমস্যায় ফেলেছে। কিন্তু তাঁদের ব্যাটিং বিপর্যয় নিয়েই বেশি চর্চা হচ্ছে। কিউয়িদের বিরুদ্ধে ভরাডুবি ঘটায় সমালোচিত হয়েছেন রোহিত শর্মা। কেন তিনি টস জিতে ব্যাটিং নিতে গেলেন, এই প্রশ্নও উঠছে।