আজকাল ওয়েবডেস্ক: মুম্বই টেস্টে একমাত্র লড়েছিলেন টিম ইন্ডিয়ার তরফে ঋষভ পন্থ। তার পুরস্কার পেলেন। আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ উঠে ছয় নম্বরে চলে এসেছেন পন্থ। এর আগে ২০২২ এর জুলাইয়ে ব্যাটারদের তালিকায় পাঁচে উঠে এসেছিলেন পন্থ। সেটাই ছিল তাঁর সেরা র্যাঙ্কিং। আর কিউয়ি ব্যাটার ড্যারিল মিচেল মুম্বই টেস্টে দুরন্ত ৮২ রানের সুবাদে উঠে এসেছেন কেরিয়ারের সেরা সাত নম্বরে।
এদিকে ব্যাটারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের জো রুট। দুইয়ে আছেন কেন উইলিয়ামসন। তিনে হ্যারি ব্রুক। চারে যশস্বী জয়সোয়াল। পাঁচে স্টিভ স্মিথ। ছয়ে পন্থ। আর সাতে মিচেল।
এদিকে মুম্বই টেস্টে প্রথম ইনিংসে ৯০ রান করার সুবাদে শুভমান গিল চার ধাপ উঠে ১৬ নম্বরে আছেন। আর সিরিজ সেরা উইল ইয়ং ২৯ ধাপ উঠে রয়েছেন ৪৪ নম্বরে।
এদিকে বোলারদের তালিকায় রবীন্দ্র জাদেজা রয়েছেন ছয় নম্বরে। মুম্বই টেস্টে দশ উইকেট নেওয়ার সুবাদে দুই ধাপ উঠেছেন তিনি। আর ওয়াশিংটন সুন্দর রয়েছেন ৪৬ নম্বরে। আজাজ প্যাটেল ১২ ধাপ উঠে রয়েছেন ২২ নম্বরে।
